Advertisement
Advertisement
Manchester United

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, সিটিকে হারিয়ে ম্যাঞ্চেস্টার ডার্বির রং লাল

২-১ গোলে জয়ী আমোরিমের দল।

Manchester United beats city in EPL
Published by: Anwesha Adhikary
  • Posted:December 16, 2024 9:16 am
  • Updated:December 16, 2024 11:55 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবিশ্বাস্য প্রত্যাবর্তন। ম্যাঞ্চেস্টার ডার্বি ইউনাইটেডের। এভাবেও যে ফিরে আসা যায়, তা দেখিয়ে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ডার্বিতে এক গোলে পিছিয়ে পড়েও শেষপর্যন্ত ম্যান ইউনাইটেড ২-১ গোলে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার সিটিকে পরাস্ত করল। একইসঙ্গে ম্যাঞ্চেস্টার ডার্বিতে রেড ডেভিলসদের দীর্ঘদিনের খরা কাটল রুবেন আমোরিমের হাত ধরে।

ম্যাচের প্রথমার্ধে ৩৬ মিনিটে জোসকো গাভারদিওলের গোলে এগিয়ে যায় সিটি। এরপর ম্যাচের উপর যথেষ্ট প্রাধান্য রেখেই খেলতে থাকে পেপ গুয়ার্দিওলার দল। সবাই যখন ধরে নিয়েছিলেন ফের ডার্বি হারতে চলেছে ইউনাইটেড, ঠিক তখনই পুরো পরিস্থিতিই বদলে যায়। মাত্র মিনিটের পাঁচেকের ঝড়ে পরপর দু’টি গোল করে ডার্বি জিতল ইউনাইটেড। ৮৮ মিনিটে ইউনাইটেডের আমাদকে বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় ইউনাইটেড। এবং পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি ব্রুনো ফার্নান্ডেজ। এর ঠিক দু’মিনিট পরেই লিসান্দ্রো মার্টিনেজের পাস থেকে দুরন্ত গোল করে ইউনাইটেডকে জয় এনে দেন আমাদ দিয়ালো।

Advertisement

এদিন ইউনাইটেডের জয়ের পরে প্রকাশ্যে উঠে আসছে দারুণ এক পরিসংখ্যান। স্পোর্টিং লিসবনের কোচ থাকাকালীন ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়েছিলেন আমোরিম। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব নিয়েই প্রথম ডার্বিতে দুর্দান্ত জয় উপহার দিলেন ইউনাইটেডের সমর্থকদের। সবমিলিয়ে গুয়ার্দিওলার বিরুদ্ধে আমোরিম ৬-২ গোলে এগিয়ে রয়েছেন। রেড ডেভিলসদের দায়িত্ব নেওয়ার আগে আমোরিমের স্পোর্টিং ৪-১ হারিয়েছিল গুয়ার্দিওলার ম্যান সিটিকে। এবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছেও ২-১ গোলে হারল গুয়ার্দিওলার দল। রবিবার জয়ের ফলে ২২ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ১২ নম্বর স্থানে আছে ম্যান ইউনাইটেড। আর এই হারে ২৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ম্যান সিটি। সিটির দুঃসময় সত্যিই কাটছে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement