Advertisement
Advertisement

Breaking News

স্বপ্নভঙ্গ আর্সেনালের, টানা তিনবার প্রিমিয়ার লিগ জিতে অনন্য নজির ম্যাঞ্চেস্টার সিটির

ইংলিশ ফুটবলেও অপ্রতিরোধ্য পেপ গুয়ার্দিওলা।

EPL Manchester City wins EPL as Arsenal suffers shock loss | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:May 21, 2023 10:32 am
  • Updated:May 21, 2023 10:32 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’দশক বাদে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের হাতছানি ছিল! একটা সময় মনে হয়েছিল আর্সেনালের ইংলিশ প্রিমিয়ার লিগ (English Premier League) জেতাটা শুধুই সময়ের অপেক্ষা। কিন্তু তাদের যাবতীয় স্বপ্ন শেষপর্যন্ত হতাশায় পরিণত হল।

শনিবার রাতে মিকেল আর্তেতা বাহিনী ০-১ গোলে নটিংহ‌্যামের কাছে হেরে যাওয়ার সঙ্গে সঙ্গে এবারের ইপিএল (EPL) চ‌্যাম্পিয়ন হয়ে গেল ম‌্যাঞ্চেস্টার সিটি। এদিন ম‌্যাচের ১৯ মিনিটে নটিংহ‌্যামের হয়ে গোলটি করেন তাইয়ো আয়োনি। ‌বাকি সময়ে আর্সেনাল গোল পরিশোধের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। আর্সেনাল যদি জিতত, আর চেলসিকে যদি সিটি হারিয়ে দিত, তা হলেও লিগ খেতাব জিতত সিটিই।

Advertisement

[আরও পড়ুন: ‘কোথায় হুকিং হচ্ছে জানেন কাউন্সিলররা’, চুপচাপ বিদ্যুৎ চোর ধরার নির্দেশ মেয়রের]

অথচ মরশুমের শুরুতে দুর্দান্ত ছন্দে ছিল আর্সেনাল (Arsenal)। একসময় তারা দ্বিতীয় স্থানে থাকা দলের থেকে অনেকটাই এগিয়ে ছিল। কিন্তু তারপরই শুরু হয় তাদের ব‌্যর্থতা। একের পর এক ম‌্যাচে পয়েন্ট নষ্ট করতে থাকে। এবং দ্বিতীয় স্থানে থাকা সিটির সঙ্গে পয়েন্টের ব‌্যবধান ক্রমশ কমে আসে। শীর্ষস্থানও হারায় তারা। পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) সিটি ক্রমশ উপরে উঠে আসতে থাকে।

[আরও পড়ুন: মাটির তলায় লুকিয়ে বোমা, খুঁড়তে গিয়ে বিস্ফোরণ কোচবিহারে]

আর শনিবারের হারের ফলে আর্সেনালের পয়েন্ট দাঁড়াল ৩৭ ম‌্যাচে ৮১। অন‌্যদিকে, ম‌্যান সিটির পয়েন্ট ৩৫ ম‌্যাচে ৮৫। অর্থাৎ সিটি তাদের বাকি তিনটি ম‌্যাচে পয়েন্ট নষ্ট করলেও আর্সেনালের পক্ষে তাদের টপকে যাওয়া অসম্ভব। এবারে লিগ চ‌্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গে টানা তিনবার ইপিএল খেতাব জিতল সিটি। এমনকী গত ছ’টি মরশুমের মধ্যে পাঁচটিতে তারা লিগ চ‌্যাম্পিয়ন হল। দীর্ঘদিন ইংলিশ প্রিমিয়ার লিগে এই ধরনের দাপট আর কোনও দল দেখাতে পারেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement