Advertisement
Advertisement

Breaking News

Manchester City

রিয়াল মাদ্রিদকে নিয়ে ছেলেখেলা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ম্যান সিটি

প্রথমবার খেতাবজয়ের হাতছানি সিটির কাছে।

Manchester City stun Real Madrid to reach Champions League final | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:May 18, 2023 9:22 am
  • Updated:May 18, 2023 9:22 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিয়াল মাদ্রিদকে (Real Madrid) উড়িয়ে দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেল পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি। সেমিফাইনালের দুই পর্ব মিলিয়ে রিয়ালকে ৫-১ গোলে হারাল সিটি। আগামী ১০ জুন ইস্তানবুলে ইন্টার মিলানের বিরুদ্ধে খেতাবি লড়াইয়ে নামবে স্কাই ব্লু ব্রিগেড। প্রথমবার ইউরোপের সেরার শিরোপা দখলের হাতছানি ম্যান সিটির কাছে।

প্রশ্নাতীতভাবেই চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। এ পর্যন্ত ১৪ বার চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগ মানেই বাড়তি উন্মাদনা নিয়ে নামে রিয়াল। এ হেন দলকে সেমিফাইনালের মতো ম্যাচে ৪-০ গোলে হারিয়ে দেওয়া কার্যত কল্পনাতীত। সেই কল্পনাতীত কাজটাই করে দেখালেন পেপ।

[আরও পড়ুন: ‘গায়ের চামড়া মোটা করুন’, মানহানির মামলায় গৌতম গম্ভীরকে পরামর্শ আদালতের]

প্রথম পর্বে রিয়ালের ঘরের মাঠে ম্যাচ ১-১ গোলে ড্র হয়ে। দ্বিতীয় পর্বে তাই খানিকটা বাড়তি আত্মবিশ্বাস নিয়ে নেমেছিল সিটি (Manchester City)। ঘরের মাঠে সেটারই সুবিধা পেল পেপ ব্রিগেড। রিয়ালকে নিয়ে কার্যত ছেলেখেলা করলেন সিলভা আলভারেজরা। প্রথমার্ধে কার্যত অপ্রতিরোধ্য মনে হচ্ছিল বার্নার্ডো সিলভাকে। ম্যাচের ২৩ এবং ৩৭ মিনিটে জোড়া গোল করে রিয়ালের কামব্যাকের রাস্তা কার্যত বন্ধ করে দেন তিনি। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল পায় সিটি। ম্যানুয়েল আকানজি ৭৬ মিনিটে এবং জুলিয়ান আলভারেজ ইনজুরি টাইমে গোল করলেন। দ্বিতীয় পর্বে রিয়াল হারল ৪-০ গোলে।

[আরও পড়ুন: কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে খরচ ৫০,০০০ কোটি! দেউলিয়া হবে কর্ণাটক, দাবি BJP-র]

এই নিয়ে দ্বিতীয়বার মেগা টুর্নামেন্টের ফাইনালে উঠল সিটি। বছর দুই আগে ফাইনালে উঠেও চেলসির কাছে পরাস্ত হতে হয়েছিল পেপ ব্রিগেডকে। এবার গুয়ার্দিওলা (Pep Guardiola) চাইবেন সেই হারের যন্ত্রণা ভুলতে। এবারের ফাইনালে সিটির প্রতিদ্বন্দ্বী অপেক্ষাকৃত দুর্বল ইন্টার মিলান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement