সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শতবর্ষে নয়া চমক দেওয়ার পথে ইস্টবেঙ্গল কর্তারা। ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল তথা বিশ্বের জনপ্রিয়তম ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে প্রদর্শনী ম্যাচ খেলতে পারে লাল-হলুদ। তাও আবার ম্যান ইউয়ের প্রথম দলের বিরুদ্ধে। সব ঠিক থাকলে আগামী বছর জুলাই মাসেই এশিয়া সফরে আসবে রেড ডেভিলসরা। সেই সফর চলাকালীনই কলকাতায় এসে ম্যাচ খেলতে পারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
এবছর নিজেদের শতবর্ষ উদযাপন করছে ইস্টবেঙ্গল। বছরভর একাধিক চমকপ্রদ অনুষ্ঠানের আয়োজন করেছে লাল-হলুদ শিবির। শতবর্ষ পদার্পণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কপিলদেবদের মতো তারকাকে হাজির করে চমক দিয়েছে ইস্টবেঙ্গল। ক্লাবের শতবর্ষে কলকাতায় হাজির হয়েছিলেন একসময়ের ম্যাজিসিয়ান মজিদ বিসকরও। এ হেন চমকের পর নয়া সারপ্রাইজেরর অপেক্ষায় কলকাতা ময়দান। এমন এক ম্যাচ, যা কিনা ভারতীয় ফুটবলের ইতিহাসে মাইলফলক হয়ে থাকতে পারে।
সব ঠিক থাকলে আগামী বছর জুলাই মাসে প্রি-সিজন ট্রেনিংয়ের জন্য এশিয়ায় আসবে ম্যান ইউ। চিন বাংলাদেশ হয়ে তাঁরা আসতে পারে ভারতে। চিনের কোনও দলের সঙ্গেই প্রথম প্রাক মরশুম প্রস্তুতি ম্যাচ খেলতে পারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রথম সারির তারিকা সম্বলিত দল। তারপরই তাঁদের যাওয়ার কথা ঢাকায়। আগামী বছর ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন ধুমধামের সঙ্গে পালন করতে চলেছে বাংলাদেশ। সেই উপলক্ষে ইতিমধ্যেই এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের টি-টোয়েন্টি ম্যাচ খেলানোর প্রস্তুতি শুরু হয়েছে। তাঁর সঙ্গে যুক্ত হতে পারে ম্যান ইউয়ের প্রদর্শনী ম্যাচও। বাংলাদেশ থেকে ম্যাচ খেলেই কলকাতায় আসবে রেড ডেভিলরা। ২০২০ সালের ২৪ জুলাই সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে তাঁরা খেলতে পারে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে।
ইতিমধ্যেই ব্রিটিশ ক্লাবটির শীর্ষস্থানীয় চার প্রতিনিধি এশিয়া সফরে এসেছেন। প্রথমে তাঁরা গিয়েছেন ঢাকায়। এরপরই তাঁরা আসবেন কলকাতায়। এখানে এসে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করতে পারেন ম্যান ইউ প্রতিনিধিরা। তারপরই চূড়ান্ত হবে ওই ম্যাচের সূচি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.