Advertisement
Advertisement

Breaking News

Luis Suarez

বিদায়ী ম্যাচে আবেগে ভাসলেন সুয়ারেজ, বন্ধুকে বার্তা মেসির

জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটা অবশ্য জিততে পারেননি সুয়ারেজ।

Luis Suarez bids emotional farewell against Paraguay

আবেগপ্রবণ সুয়ারেজ।

Published by: Krishanu Mazumder
  • Posted:September 7, 2024 12:03 pm
  • Updated:September 7, 2024 12:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুট জোড়া তুলে রাখার কথা আগেই জানিয়েছিলেন তিনি। সেই মতোই প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়েই বর্ণময় ফুটবল কেরিয়ার শেষ করলেন লুইস সুয়ারেজ। জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটা অবশ্য জিততে পারেননি সুয়ারেজ। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে উরুগুয়ে ও প্যারাগুয়ের ম্যাচ গোলশূন্য ড্র হয়। জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটা আর জেতা হল না সুয়ারেজের।
ঘরের মাঠে উরুগুয়ে ৬৫ শতাংশ বল পজেশন রাখলেও গোল করতে পারেনি। প্যারাগুয়েও পার্থক্য গড়তে পারেনি।
তবে সবার নজর ছিল সুয়ারেজের দিকেই। শুরু থেকেই তিনি মাঠে চিলেন। সুয়ারেজের নাম লেখা ব্যানার ও টিফো ছিল গ্যালারিতে। সুয়ারেজের সঙ্গে মাঠে ছিল তাঁর পরিবারও। এসেছিলেন উরুগুয়ের কিংবদন্তি কোচ অস্কার তাবারেজ। সুয়ারেজকে তিনি জড়িয়ে ধরেন। উরুগুয়ের স্ট্রাইকার নিজেকে ধরে রাখতে পারেননি। কেঁদে ফেলেন তিনি। সুয়ারেজের বিদায়ী অনুষ্ঠানে মেসির বার্তা দেখানো হয় স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে।  দেশের জার্সিতে ১৪৩টি ম্যাচে ৬৯টি গোল করেন।

সুয়ারেজ বিদায়ী বার্তায় বলেছেন, ”আগামিকাল থেকে আমি শুধুই একজন ভক্ত। যারা এরপর খেলতে আসবে, সবার জন্য শুভকামনা রইল।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement