Advertisement
Advertisement

Breaking News

Mohun Bagan

যুবভারতীতে চাঁদের হাট, মোহনবাগানের ম্যাচ দেখতে হাজির লখনউ সুপার জায়ান্টস

গ্যালারিতে হাজির অধিনায়ক রাহুল-সহ অনেকেই।

Lucknow Super Giants squad to watch Mohun bagan match

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 15, 2024 7:58 pm
  • Updated:April 15, 2024 9:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে কলকাতায় ম্যাচ মানেই সবুজ-মেরুন জার্সি পরা। এবার মোহনবাগানের (Mohun Bagan) ম্যাচ দেখতেও মাঠে পৌঁছে গেল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। দলের অধিনায়ক কে এল রাহুল (KL Rahul)-সহ অনেকেই সোমবার যুবভারতী স্টেডিয়ামে উপস্থিত। এদিন ম্যাচ জিতলেই আইএসএলে লিগ শিল্ড জিতবে মোহনবাগান। নববর্ষের দুপুরে ইডেনে লখনউ সুপার জায়ান্টস খেলেছে। সোমবার সদলবলে যুবভারতীতে লখনউ।  

[আরও পড়ুন: স্বস্তি সিএসকে শিবিরে, আরও এক ম্যাচ বেশি খেলার অনুমতি পেলেন তারকা ক্রিকেটার]

রবিবার ইডেনে নাইট রাইডার্সের (KKR) মুখোমুখি হয় লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচে সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নামেন কে এল রাহুলরা। তবে এই প্রথমবার নয়। গত আইপিএলেও কলকাতায় ম্যাচ খেলতে এসে সবুজ-মেরুন জার্সি পরেছিল লখনউ। 

Advertisement
লখনউ অধিনায়ক লোকেশ রাহুল উপস্থিত যুবভারতীতে।

রবিবার অবশ্য কলকাতার কাছে হেরে যায় লখনউ। তবে হারের ধাক্কা কাটিয়ে পরের দিনই যুবভারতী স্টেডিয়ামে হাজির তাদের গোটা স্কোয়াড। অধিনায়ক রাহুল, বোলিং কোচ মর্নি মর্কেল-সহ অনেকেই সোমবারের সন্ধ্যায় পৌঁছে গিয়েছেন মোহনবাগানের খেলা দেখতে। উল্লেখ্য, এদিন মুম্বই সিটি এফসির বিরুদ্ধে তিন পয়েন্ট পেতেই হবে সবুজ মেরুন ব্রিগেডকে। তবেই তারা জিতবে লিগ শিল্ড। ইতিমধ্যেই আইএসএলের প্লে অফের যোগ্যতা অর্জন করে ফেলেছে মোহনবাগান। গতবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল তারা। 

[আরও পড়ুন: ধারাভাষ্যকারদের উপরে কড়া নিষেধাজ্ঞা বোর্ডের, নিয়ম না মানলে কঠিন শাস্তি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement