Advertisement
Advertisement

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রিয়ালের সামনে লিভারপুল, সাঁ জাঁ-র মুখোমুখি বায়ার্ন

শেষ ষোলোয় জমজমাট লড়াই।

Liverpool face Real Madrid in Uefa Champions League | Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 7, 2022 6:20 pm
  • Updated:November 7, 2022 7:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) শেষ ষোলোয় মুখোমুখি রিয়াল মাদ্রিদ (Real Madrid) ও লিভারপুল (Liverpool)। অন্যদিকে প্যারিস সাঁ জাঁর (Paris Saint Germain) সামনে বায়ার্ন মিউনিখ (Bayern Munich)। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর সূচি প্রকাশিত হয়েছে। আর তাতেই দেখা যাচ্ছে জমজমাট লড়াই হবে চ্যাম্পিয়ন্স লিগে।

২০২১-২২ মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল লিভারপুল ও রিয়াল। এবার দুই ক্লাব মুখোমুখি হচ্ছে শেষ ষোলোতেই। ২০২১-২২ মরশুমের ফাইনালের প্রায়শ্চিত্ত কি করতে পারবে লিভারপুল? রিয়াল মাদ্রিদ কি আগেরবারের মতোই প্রাধান্য দেখাতে পারবে এবারও? 

Advertisement

[আরও পড়ুন: তোমাদের কাজ সহজ করে দিলাম, জিতে ফিরো, বাবরকে বলেছিলেন নেদারল্যান্ডসের ব্যাটার]

 

২০১৭-১৮ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও সাক্ষাৎ হয়েছিল রিয়াল ও লিভারপুলের মধ্যে। সেবারের ফাইনালেও শেষ হাসি তোলা ছিল স্পেনের বিখ্যাত ক্লাবের জন্য। এবারের চ্যাম্পিয়ন্স লিগে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি প্রথম লেগে মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় সাক্ষাতে ইংল্যান্ড ও স্পেনের ক্লাব মুখোমুখি হবে ২৩ মার্চ।

২০২০ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে প্যারিস সাঁ জাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বায়ার্ন মিউনিখ। এবারের শেষ যোলোয় প্যারিস সাঁ জাঁ কি সেই ফাইনালে হারের প্রতিশোধ নিতে পারবে? বায়ার্ন-সাঁ জাঁ ম্যাচের বল গড়াবে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি ও ২৩ মার্চ।

অন্য ম্যাচগুলোয় মুখোমুখি লিপজিগ-ম্যানচেস্টার সিটি, বেনফিকা-ব্রোহা, এসি মিলান-টটেনহ্যাম, বরুসিয়া ডর্টমুন্ড-চেলসি, ফ্রাঙ্কফুর্ট-নাপোলি, ইন্টার মিলান-পোর্তো। 

 

[আরও পড়ুন: ‘মনোবিদ দেখানো দরকার বাংলাদেশের ক্রিকেটারদের’, তোপ ওয়াসিম আক্রমের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement