সুনীল ছেত্রী। আজ সবার নজরে ভারত অধিনায়ক।
ভারত-০ কুয়েত-০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুবভারতী আবেগে ভেসেছিল। প্রায় ৬০ হাজার দর্শক সমাগম হয়েছিল। সবাই চেয়েছিলেন, রাঙিয়ে দিয়ে যাক ভারত অধিনায়ক।
কিন্তু দিনান্তে ভারত ও কুয়েত ম্যাচ গোলশূন্য ভাবে শেষ হল। যুবভারতীতে ঘরের মাঠে কুয়েতের কাছে আটকে গেল ভারত। সুনীল ছেত্রী যুগ শেষ হল ভারতীয় ফুটবলে। গোল পেলেন না সুনীল। তবে প্রচণ্ড চেষ্টা করেন তিনি। গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল ভারত। লিস্টন কোলাসোর শট সাইড নেটে আছড়ে পড়ে। পরিবর্ত হিসেবে নামা রহিম আলি প্রায় গোল করে ফেলেছিলেন দ্বিতীয়ার্ধে। কিন্তু তিনি কুয়েতের গোলকিপারের হাতে বল তুলে দেন।
বৃহস্পতিবার কুয়েতকে হারালে তৃতীয় রাউন্ডে পৌঁছে যেত ভারত। কিন্তু সুনীল ছেত্রীর শেষ ম্যাচ ড্র হল। ফলে ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে ভারতের সম্ভাবনা বড় সড় ধাক্কা খেল। ভারতের পরবর্তী ম্যাচ কাতারের সঙ্গে। সেই ম্যাচ আরও কঠিন হতে চলেছে। বলা ভালো ভারতের পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা শেষই হয়ে গেল।
সুনীল ছেত্রী তাঁর অভিষেক ম্যাচে গোল করেছিলেন। প্রতিটি মাইলস্টোনের ম্যাচে গোল ছিল ভারত অধিনায়কের। কিন্তু শেষ ম্যাচে আর গোল পেলেন না। আবেগে ভাসলেন সুনীল চোখের জল ধরে রাখতে পারলেন না। সতীর্থরা ‘গার্ড অফ অনার’ দেওয়ার সময়ে সুনীল ছেত্রী ভেঙে পড়লেন কান্নায়। যাঁকে ফুটবল মাঠ কোনওদিন কাঁদতে দেখেনি, সেই দেশনায়ক চোখের জল ধরে রাখতে পারলেন না। কাঁদতে কাঁদতে টানেল দিয়ে চলে গেলেন সুনীল। তাঁর ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে ধরা দিল।
ম্যাচ শেষ। কোনও দলই গোল করতে পারল না। না ভারত, না কুয়েত। ভারত ও কুয়েতের ম্যাচ গোলশূন্য ভাবে ড্র হওয়ায় ভারতের পরবর্তী রাউন্ড অর্থাৎ তৃতীয় রাউন্ডে যাওয়ার আশা ক্ষীণ থেকে ক্ষীণতর হল।
৯২ মিনিট-ভারত ও কুয়েতের দুই ফুটবলার মারামারিতে জড়িয়ে পড়লেন।
সুনীলের শেষ ম্যাচ দেখতে যুবভারতীতে হাজির ৫৯ হাজার দর্শক।
৮১ মিনিট- ফের ত্রাতার ভূমিকায় ভারতের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু।
৮০ মিনিট-জোড়া পরিবর্তন আনে কুয়েত।
৭০ মিনিট-ফের পরিবর্তন আনেন স্টিমাচ। লিস্টনকে তুলে নিয়ে মনবীরকে মাঠে পাঠান তিনি।
৬৩ মিনিট-দলে পরিবর্তন আনে কুয়েত। আল হারবিকে তুলে নেওয়া হয়। মাঠে পাঠানো হয় আলদেফিরিকে।
৬০ মিনিট- এখনও পর্যন্ত কোনও দলই গোল করে উঠতে পারেনি। দুদলই একে অপরের উপরে চাপ রাখছে। কিন্তু ভারত ও কুয়েতের শেষপ্রহরী থামিয়ে দিচ্ছেন যাবতীয় আক্রমণ।
৪৭ মিনিট-গোল করার সহজ সুযোগ পেয়ে যান পরিবর্ত হিসেবে নামা রহিম আলি। কিন্তু ব্যারাকপুরের ছেলের হাল্কা শট কুয়েতের গোলকিপার থামিয়ে দেন।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু। দলে পরিবর্তন আনেন ইগর স্টিমাচ। রহিম আলি ও ব্র্যান্ডনকে মাঠে পাঠান স্টিমাচ। তুলে নেন অনিরুদ্ধ থাপা ও সাহালকে।
সুনীল ছেত্রীর শেষ ম্যাচ। তাঁর পায়ে বল পড়লেই গর্জে উঠছে যুবভারতী। উৎসাহ দিয়ে গিয়েছে তাঁকে। কুয়েতের রক্ষণভাগ কড়া প্রহরায় রেখেছে সুনীলকে। ভারত অধিনায়ক মাঝখানের করিডর দিয়ে ফাঁকা জায়গা নেওয়ার চেষ্টা করে চলেছেন। দ্বিতীয়ার্ধে ভারত অধিনায়ক কী করেন সেটাই দেখার।
৪৫ মিনিট- প্রথমার্ধ শেষ। দুদলের কোনও পক্ষই গোল করে উঠতে পারেনি। আক্রমণ-প্রতিআক্রমণ নির্ভর খেলা হয়। দুদলই সুযোগ তৈরি করে গোলের। কিন্তু ঠোঁট আর কাপের মধ্যে যে ব্যবধান, সেটা থেকেই গেল। বিরতির সময় ফলাফল, ভারত-০ কুয়েত-০।
ম্যাচ চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন সুনীল ছেত্রীর উদ্দেশে।
সুনীল ছেত্রী @chetrisunil11, জীবনের এক গৌরবোজ্জ্বল নতুন যাত্রার সূচনায় তোমাকে স্বাগত জানাই। তুমি আজ নতুন এক অধ্যায়ের মুখে! স্বাগতম!
তুমি বাংলার সোনার ছেলে, জাতীয় ফুটবল দলের অধিনায়ক, এশিয়ার খ্যাতনামা ক্রীড়াতারকা, সারা বিশ্বে সমাদৃত গোলদাতা – সর্বার্থে সফল।
আমি নিশ্চিত যে…
— Mamata Banerjee (@MamataOfficial) June 6, 2024
৩৬ মিনিট –আল রাশিদির শট লক্ষ্যভ্রষ্ট হয়।
৩০ মিনিট অতিক্রান্ত ম্যাচ। খেলার ফলাফল এখনও গোলশূন্য।
৩০ মিনিট-লিস্টনের বাঁ পায়ের কামানদাগা শট সাইড নেটে আছড়ে পড়ে।
২৬ মিনিট-দুরন্ত আক্রমণ ভারতের। কুয়েতের ডিফেন্স বল বের করে বিপদ এড়ান।
২৫ মিনিট-খেলার ফলাফল এখনও গোলশূন্য। কোনও দলই গোল করতে পারেনি।
১১ মিনিট-কর্নার থেকে আনোয়ারের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
১০ মিনিট-লিস্টনের দৌড় কুয়েতের পেনাল্টি বক্সে কাঁপুনি ধরিয়ে দেয়। সুনীলকে উদ্দেশ্য করে বল বাড়ান লিস্টন। কুয়েতের ডিফেন্ডার বল বের করে দেন।
৮ মিনিট-দ্রুতবেগে কাউন্টার অ্যাটাক তুলে আনে কুয়েত। গুরপ্রীত এক্ষেত্রেও বাঁচান ভারতকে।
৪ মিনিট-কুয়েতের হামলা ভারতের পেনাল্টি বক্সে। ভারতের ডিফেন্সের দুর্বলতার সুযোগে প্রায় গোল করে ফেলেছিল কুয়েত।
১ মিনিট– শুরুতে দুই দল পরস্পরের শক্তি দেখে নিচ্ছে।
ভারত-গুরপ্রীত, রাহুল, আনোয়ার, জয়, অনিরুদ্ধ, সুরেশ, সুনীল ছেত্রী, লিস্টন, ছাংতে, সামাদ, নিখিল
কুয়েত-সুলেমান, আলেনেজি, ইব্রাহিম, আবদুল্লা, আল হারবি, আল রশিদি, আল দুসারি, আবুজা, সালে, আল সুলেমান, হাসান
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের সামনে কুয়েত। মাঠে নেমে পড়েছে ভারতীয় দল। কুয়েত অধিনায়ক ও সুনীল ছেত্রী করমর্দন করলেন। অনিল কুমারের প্রয়াণের জন্য নীরবতা পালন করেন দুই দলের ফুটবলাররা।
বাংলার সব রাজপথ আজ এসে মিশেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। সুনীল আবেগে ভাসছে শহর। বিদায়ী ম্যাচ খেলতে নামবেন তিনি। বাঙালির বড় আপন, বড় প্রিয় যুবভারতী ক্রীড়াঙ্গনে ‘দ্য লাস্ট ড্যান্স’। ‘শেষ জলসা’য় সুনীল কী করবেন, তা দেখার অপেক্ষায় শহর কলকাতা। যুবভারতীতে সুনীলের নামে ব্যানার, ‘লিজেন্ড, লিডার ক্যাপ্টেন।’ গ্যালারিতে টিফো, ‘সোনার সুনীল।’ দুই দলের ফুটবলারদের সঙ্গে পরিচিত হচ্ছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। জাতীয় সঙ্গীতের সময়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সুনীল ছেত্রী।
যুবভারতীতে ঢল নেমেছে ফুটবলপ্রেমীদের। পরনে সুনীল ছেত্রী লেখা দেশের জার্সি। বুধবার সন্ধেতেই কলকাতায় এসে পৌঁছেছেন ভারত অধিনায়কের বাবা খড়্গ ছেত্রী, মা সুশীলা, বোন। সুনীলের স্ত্রী সোনম, তাঁর শ্যালক সাহেব ভট্টাচার্যও মাঠে হাজির। উপস্থিত প্রাক্তন ফুটবলাররা। কিন্তু জামাইয়ের ফেয়ারওয়েল ম্যাচে যুবভারতীতে নেই সুব্রত ভট্টাচার্য। তিনি বাড়িতে টিভিতে বসে খেলা দেখবেন।
একদিন এই কলকাতা থেকেই শুরু হয়েছিল সুনীল ছেত্রীর ক্লাব কেরিয়ার। মোহনবাগান তাঁর প্রথম পেশাদার ক্লাব। এর পরে দেশের একাধিক ক্লাবে খেলেছেন। ইস্টবেঙ্গলের জার্সিতেও ফুল ফুটিয়েছেন। অল্প সময়ের জন্য খেলেছেন ইউনাইটেড স্পোর্টসে। আজ স্মৃতিরোমন্থনের দিন। কলকাতা নস্ট্যালজিয়ায় ভাসছে। বহু পুরনো কথা মনে পড়ে যাচ্ছে ফুটবভক্তদের।
!
Here’s how Igor Stimac lineup his Blue Tigers to face Kuwait in Kolkata. ⚡️
Let’s aim for the
&Watch the #INDKUW LIVE action only on @sports18 and @JioCinema #ThankYouSC11 #FIFAWorldCup #IndianFootball ⚽️ pic.twitter.com/cJQ295HcmH
— Indian Football Team (@IndianFootball) June 6, 2024
কেরিয়ারের শেষ ম্যাচ সুনীলের। ভারতও দারুণ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। বিশ্বকাপের যোগ্যতাপর্বের ম্যাচে কুয়েতকে মাটি ধরাতে পারলেই তৃতীয় রাউন্ডে পৌঁছে যাবে ভারত। অতীতে কখনও বিশ্বকাপের যোগ্যতা পর্বে তৃতীয় রাউন্ডে পৌঁছতে পারেনি ভারতীয় ফুটবল। এবার সেই সুযোগ। ইগর স্টিমাচ জানিয়েছে, জীবনের সব চেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য তিনি তৈরি। তৈরি তাঁর ছেলেরাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.