Advertisement
Advertisement

Breaking News

Mohun Bagan

দিমিত্রির সঙ্গে দেখা করতে মুখিয়ে সবুজ-মেরুনের সমর্থক রাজঋষি

এই মুহূর্তে সোশাল মিডিয়ায় ভাইরাল রাজঋষি।

Little fan of Mohun Bagan wants to meet Dimitri Petratos। Sangbad Pratidin

সবুজ-মেরুন সমর্থক রাজঋষির বাড়িতে মোহনবাগানের ফ্যান ক্লাব মেরিনার্স এরিনার সদস্যরা। নিজস্ব চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:February 6, 2024 9:25 am
  • Updated:February 6, 2024 9:25 am  

স্টাফ রিপোর্টার: ডার্বির পরদিন এক খুদে মোহনবাগান (Mohun Bagan) সমর্থকের ভিডিও ভাইরাল হয়েছিল। সোমবার সংবাদ প্রতিদিন-এ সেই খুদে মোহনবাগান সমর্থক রাজঋষি বাবুর (Rajrishi Babu) সম্পর্কে বিস্তারিত প্রকাশিত হয়েছিল । তার সম্পর্কে জানার পর ময়দানে হই-চই পড়ে যায়। সেই সূত্র ধরেই একাধিক মোহনবাগান ফ্যানস ক্লাব তাঁর সঙ্গে যোগাযোগ করে। সোমবারই মোহনবাগান সুপার জায়ন্টের সোশাল মিডিয়ায় প্রকাশ পায় রাজঋষির ভিডিও।

এর পর মোহনবাগানের অফিসিয়াল ফ্যানস ক্লাব মেরিনার্স এরিনার সদস‌্যরা রাজঋষির বাড়িতে যায়। তাঁদের পক্ষ থেকে রাজঋষির হাতে মোহনবাগানের স্কার্ফ, জার্সি, টুপি, কিছু উপহার তুলে দেওয়া হয়। আগামী দিনে মোহনবাগান ম্যাচের টিকিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছ এই ফ্যান ক্লাবের পক্ষ থেকে।

Advertisement

[আরও পড়ুন: ‘ইসকা নাম হ্যায় মোহনবাগান’, খুদে সবুজ-মেরুন ভক্তের উচ্ছ্বাসের ভিডিও ভাইরাল]

সারাদিন ধরে তাকে নিয়ে এই উন্মাদনা দেখে ছোট্ট রাজঋষি সারা বিষয়টি উপভোগ করছে ,“খুব ভালো লাগছে। ডার্বি ম‌্যাচটা জিততে পারলে আরও ভালো লাগত। পরের ম্যাচ মোহনবাগান জার্সি পড়ে খেলা দেখতে যাব। মাঠে বসে খেলা দেখব, সেটা ভেবে এখন থেকেই দারুণ লাগছে। দিমিত্রির সঙ্গেও দেখা করব। আর আমরা ম‌্যাচটা জিতব।”

[আরও পড়ুন: ফের নতুন নজির গড়লেন বুমরাহ, এবার মুকুটে কোন পালক যোগ হল?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub