Advertisement
Advertisement

Breaking News

Lionel Messi

মেসির শেষ বিশ্বকাপ, কাতার পৌঁছনোর আগে ছবি পোস্ট করে বিশেষ বার্তা স্ত্রী-সন্তানদের

আগামী বুধবার কাপ অভিযান শুরু করছেন মেসি।

Lionel Messi's wife Antonela Roccuzzo shares pic of three kids ahead of World Cup | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 21, 2022 1:54 pm
  • Updated:November 21, 2022 1:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ (Qatar World Cup) জ্বরে কাঁপছে গোটা দুনিয়া। ফুটবলাররা সকলেই কাতারে প্রস্তুতি নিতে নেমে পড়েছেন। একমাসের যুদ্ধ শেষে কাপ নিয়ে বাড়ি ফিরবেন, এই আশাতেই কঠোর পরিশ্রমে ডুবে রয়েছেন মেসি-রোনাল্ডোরা। তবে শুধু ফুটবল তারকারাই নন, বিশ্বকাপ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে তাঁদের পরিবারের সদস্যদের মধ্যেও। মেসির (Lionel Messi) স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর ইনস্টাগ্রাম পোস্ট থেকেই পরিস্কার, বিশ্বকাপ দেখতে মুখিয়ে রয়েছে তাঁদের গোটা পরিবার।

ছোটবেলার বান্ধবী, পেশায় মডেল আন্তোনেলার সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে থাকার পরে বিয়ে করেন মেসি। তাঁদের পরিবারে রয়েছে তিন ফুটফুটে পুত্র সন্তান। প্রথম সন্তান দশ বছর বয়সি থিয়াগো। ২০১৫ সালে জন্ম নেয় তাঁদের দ্বিতীয় সন্তান মাতেও। ২০১৭ সালে বিয়ে করেন মেসি ও আন্তোনেলা। ২০১৮ সালে জন্ম নেয় তাঁদের তৃতীয় পুত্র সিরো।

Advertisement

[আরও পড়ুন: ‘বিয়ার চাই’, বিশ্বকাপের প্রথম ম্যাচে গ্যালারি থেকে চিৎকার ইকুয়েডর ফ্যানদের, ভিডিও ভাইরাল]

২০২২ সালের বিশ্বকাপেই শেষবারের মতো খেলতে নামবেন মেসি। ক্লাব ফুটবলের যাবতীয় ট্রফি তাঁর ক্যাবিনেটে থাকলেও বিশ্বকাপ অধরাই রয়ে গিয়েছে। কোপা আমেরিকা জয়ের পরে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় ট্রফি নিয়ে আসবেন মেসি, এই আশাতেই বুক বেঁধে অপেক্ষা করছেন আর্জেন্টিনাবাসী। তার ব্যতিক্রম নয় মেসির পরিবারও।

ইতিমধ্যেই দলের সদস্যদের সঙ্গে কাতারে গিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন মেসি। আগামী বুধবার সৌদি আরবের বিরুদ্ধে খেলতে নামবে আর্জেন্টিনা। তবে তাঁর পরিবারের সদস্যরা রবিবার কাতারের মাটিতে পা রেখেছেন। যাত্রা শুরুর আগে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন আন্তোনেলা। আর্জেন্টিনার জার্সি পরে হাসিমুখে পোজ দিয়েছে মেসির তিন ছেলে। সেই ছবি পোস্ট করে আন্তোনেলা লিখেছেন, “কাতার, আমরা আসছি।” ফুটবলের গ্রেটেস্ট শো অন আর্থে শেষবারের মতো নামবেন মেসি। কাপ জিতেই ঘরে ফিরবেন লিও, স্বপ্নে বুঁদ গোটা বিশ্ব। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Antonela Roccuzzo (@antonelaroccuzzo)

[আরও পড়ুন:বাকি দলগুলির থেকে আলাদা ব্রাজিলের প্র্যাকটিস! শিশুদের সঙ্গে ফুটবল খেললেন নেইমাররা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement