সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ জয়ের উদযাপন এখনই শেষ হচ্ছে না লিওনেল মেসির (Lionel Messi)। আর্জেন্টাইন মহানায়কের নামে জাতীয় দলের প্র্যাকটিস সেন্টারের নামকরণ করেছে আর্জেন্টাইন ফুটবল সংস্থা।
এবার কনমেবল তৈরি করল মেসির স্ট্যাচু। কনমেবলের মিউজিয়ামে (CONMEBOL Museum) থাকবে সেই স্ট্যাচু। সেখানে একই সঙ্গে থাকবে পেলে ও মারাদোনার স্ট্যাচুও। মেসির হাতে তুলে দেওয়া হয়েছে বিশ্বফুটবলের নেতৃত্বের ব্যাটনও।
কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বজয় করে আর্জেন্টিনা।
তার আগে কোপা আমেরিকা জেতে নীল-সাদা জার্সিধারীরা। ইতালিকে হারিয়ে লা ফিনালিসিমা জেতে আর্জেন্টিনা। মেসির স্ট্যাচু কনমেবলের মিউজিয়ামে জায়গা পাবে, এই ঘোষণার অনুষ্ঠানে ‘এলএম ১০’-এর হাতে তুলে দেওয়া হয়েছে কোপা আমেরিকা ও লা ফিনালিসিমার রেপ্লিকাও।
View this post on Instagram
উল্লেখ্য, প্যারাগুয়েতে কোপা লিবারতাদোরেসের ড্র অনুষ্ঠিত হয়। এই মঞ্চেই মেসিকে সম্মান দেওয়া হয়। জানানো ঙয়ে তাঁর স্ট্যাচু রাখা হবে কনমেবলের মিউজিয়ামে। সেখানেই যে থাকবেন আরও দুই কিংবদন্তি-পেলে ও মারাদোনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.