Advertisement
Advertisement

Breaking News

Lionel Messi

কোপার চোট ভোগাচ্ছে মেসিকে, প্রত্যাবর্তনের দিনতারিখ গোপন রাখা হচ্ছে

কোপা ফাইনালে চোট পেয়ে ৬৫ মিনিটে উঠে যেতে হয় মেসিকে।

Lionel Messi’s return date is being “hidden” from his Inter Miami team mates

লিওনেল মেসি।

Published by: Krishanu Mazumder
  • Posted:July 27, 2024 4:50 pm
  • Updated:July 27, 2024 4:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়ে ৬৫ মিনিটে মাঠ ছেড়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi)। ডাগ আউটে বসে তাঁকে কাঁদতে দেখেছে বিশ্বফুটবল। চোট সারিয়ে মাঠে কবে ফিরবেন আর্জেন্টাইন মহাতারকা? সূত্রের খবর অনুযায়ী, মেসির মাঠে ফেরার দিনক্ষণ জানেন না ইন্টার মায়ামির সতীর্থরাও।
কোপা আমেরিকার পরে ইন্টার মায়ামি মেসির চোট নিয়ে আপডেট দেয়। এলএম-১০-এর লিগামেন্টে চোট রয়েছে বলে জানিয়েছিল ইন্টার মায়ামি। আরেকটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, পুরোদস্তুর সুস্থ হয়ে মাঠে ফিরতে মেসির কমপক্ষে ৪০ দিন সময় লাগবে।

[আরও পড়ুন: অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে জায়গা হল না নাইজেরিয়ার মহিলা বাস্কেটবল দলের]

এদিকে ইন্টার মায়ামিতে মেসির এক সতীর্থ জুলিয়ান গ্রেসেল আর্জেন্টাইন মহানায়কের চোট সম্পর্কে বলেছেন, ”মেসির চোটটা দেখে ভালো লাগেনি। যেভাবে হাঁটছিল, তা দেখে মনে হয়েছে ওর চোট গুরুতর।”
গ্রেসেল আরও জানান, মেসির চোটের অবস্থা জানা না থাকলেও দ্রুতই হয়তো মাঠে ফিরবেন বিশ্বজয়ী ফুটবলার। তিনি জানান, সবার কাছে মেসির প্রত্যাবর্তনের দিনতারিখ জানানো হচ্ছে না। গোপন রাখা হচ্ছে বিষয়টা। গ্রেসেলের আশা, দ্রুতই মাঠে ফিরবেন মেসি। তবে তা এক বা দুমাসের মধ্যে নয়। তার আগেও হতে পারে।

Advertisement

[আরও পড়ুন: ডেটিং অ্যাপেই সঙ্গীর খোঁজ, অলিম্পিকে ‘অ্যান্টি সেক্স’ বেডেও রোখা যাচ্ছে না ‘অন্য খেলা’]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement