Advertisement
Advertisement

Breaking News

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরে মেসির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক হয়ে গিয়েছিল, কিন্তু কেন?

মেসি নিজেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখভাল করেন।

Lionel Messi's Instagram account was blocked after receiving 'a million' messages । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:January 31, 2023 1:20 pm
  • Updated:January 31, 2023 1:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাতারে (Qatar ) বিশ্বজয়ের পর শুভেচ্ছাবার্তায় ভেসেছেন লিওনেল মেসি (Lionel Messi)। আর এত বার্তা এসেছে যার জন্য মেসির ইনস্টাগ্রাম (Instagram) অ্যাকাউন্টই ব্লক হয়ে গিয়েছিল। এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

১৯৮৬ সালের ৩৬ বছর পরে ফের বিশ্বকাপ এসেছে আর্জেন্টিনায় (Argentina)। সোনার বল জেতেন মেসি। বিশ্বকাপ জেতার পরে ‘উরবানা প্লে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ”আমার ইনস্টাগ্রাম বেশ কয়েকদিন ধরেই ব্লকড ছিল। কারণ বিশ্বকাপ জেতার পরে যে পরিমাণ মেসেজ পেয়েছিলাম, তাতে আমার সোশ্যাল মিডিয়াই ব্লকড হয়ে গিয়েছিল।” 

Advertisement

[আরও পড়ুন: ‘এই পিচে খেলা যায় না’, হার্দিকের তোপের জেরে চাকরি গেল কিউরেটরের]

 

আজকাল সেলিব্রিটিরা নিজেদের সোশ্যাল মিডিয়া পরিচালনার দায়িত্ব দেন বাইরের কোনও সংস্থাকে। রাখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার। কিন্তু মেসি নিজেই নিজের সোশ্যাল মিডিয়া চালান। নিজেই পোস্ট করেন। অন্য কোনও সংস্থাকে দায়িত্ব দেননি। রাখেননি কোনও সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সাক্ষাৎকারে সেই কথা জানিয়েছেন স্বয়ং মেসি।

বিশ্বজয়ের পরে ট্রফি হাতে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন ‘এলএম ১০’। সেই ছবিতে লাইকের ঝড় ওঠে। ছবিটি লাইক পেয়েছিল ৭৪ মিলিয়নেরও বেশি। যাবতীয় রেকর্ড ভেঙে দেয় সেই পোস্ট। সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, খুব বেশি মেসেজ তিনি পড়তে পারেননি। বিপুল সংখ্যক মেসেজ আসায় শেষ পর্যন্ত আর্জেন্টাইন তারকার সোশ্যাল মিডিয়াই ব্লক হয়ে যায়।  

সাক্ষাৎকারে মেসি আরও জানান, জাতীয় দলের হয়ে অতীতের ব্যর্থতাগুলোয় তাঁর পরিবারকে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল। তাঁর থেকেও বেশি করে তাঁর পরিবার সমালোচনার মুখে পড়েছিল। কিন্তু বিশ্বজয়ের পরে পুরো ছবিটাই বদলে যায়। বুয়েনোস আইরেসে মেসি এখন জাতীয় নায়ক। বর্তমানে প্যারিস সাঁ জাঁ-র হয়ে ফের নেমে পড়েছেন ‘এলএম ১০’। সৌদি আরবে গিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধেও খেলেছেন মেসি। 

[আরও পড়ুন: প্রথম বাঙালি প্রো লাইসেন্স শঙ্করলালের, নজির গড়লেন প্রাক্তন মোহনবাগান কোচ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement