Advertisement
Advertisement
Lionel Messi FIFA

বেঞ্জেমা-এমবাপেকে ছাপিয়ে মেসিই ‘দ্য বেস্ট’, ফিফার বর্ষসেরায় আর্জেন্টিনার জয়জয়কার

দ্বিতীয়বারের জন্য এই খেতাব জিতলেন মেসি।

Lionel Messi wins FIFA best player award, Argentina bags many prizes | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:February 28, 2023 8:57 am
  • Updated:February 28, 2023 8:57 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরিয়ারের অধরা বিশ্বকাপ অবশেষে হাতে তুলতে পেরেছেন ২০২২ সালে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের খেতাবও পেয়েছেন। তাই ফিফার বর্ষসেরা খেলোয়াড় (FIFA Best Player) হিসাবে অন্য কাউকে বেছে নেওয়া কার্যত অসম্ভব ছিল। ২০২২ সালের বর্ষসেরা ফুটবলার হিসাবে বেছে নেওয়া হল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে (Lionel Messi)। ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) ও ব্যালন ডি’অর জয়ী করিম বেঞ্জেমাকে (Karim Benzema) হারিয়ে এই ট্রফি উঠল মেসির হাতে। মহিলাদের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন অ্যালেক্সিয়া পুসকাস।

প্রত্যেকটি দেশের জাতীয় দলের কোচ, অধিনায়ক এবং সাংবাদিকদের ভোটেই বর্ষসেরা ফুটবলার নির্বাচন করা হয়। ২০২২ সালের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে ছিলেন মেসি, এমবাপে ও বেঞ্জেমা। বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেন ফরাসি তারকা এমবাপে। জোড়া গোল আসে মেসির পা থেকেও। শেষে পেনাল্টি শুট আউটে গিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ৩৬ বছর পরে কাপ ওঠে নীল-সাদা জার্সিধারীদের হাতে।

Advertisement

[আরও পড়ুন: তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্টে হ্যাকার হানা, বদলে গেল নাম]

স্বপ্নপূরণের বছরে ফিফার বর্ষসেরা ফুটবলারের সম্মানও ওঠে মেসির হাতেই। দ্বিতীয়বারের জন্য এই খেতাব জিতলেন তিনি। এর আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও রবার্ট লেওয়নডস্কি দু’বার করে ফিফার সেরা খেলোয়াড়ের শিরোপা পেয়েছেন। তবে এই সম্মান নিয়ে বিতর্ক হয়েছিল। সরকারি ঘোষণার আগেই ফাঁস হয়েছিল সেরা খেলোয়াড়ের নাম, এমনটাই জানা গিয়েছিল। ফুটবলপ্রেমীরা আগে থেকেই জানতেন, সেরা ফুটবলার হতে চলেছেন মেসিই।

শুধু মেসি নন, ফিফার সেরার তালিকায় নাম রয়েছে একাধিক আর্জেন্টিনিয়ান ফুটবলারের নাম। সেরা গোলকিপারের সম্মান পেয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। সেরা কোচ হয়েছেন লিওনেল স্কালোনি। ফুটবলভক্তদের মধ্যেও সেরার শিরোপা পেয়েছেন আর্জেন্টিনা ভক্তরা। সেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড পেয়েছেন মারসিন ওলেস্কি। অ্যাম্পুটেড ফুটবলার হিসাবে একাধিক নজরকাড়া গোল করেছেন তিনি। মহিলা দলের সেরা কোচ হয়েছেন সারিনা উইগম্যান। 

[আরও পড়ুন: ‘ভারতে রান না পেলে সমালোচনা সহ্য করতেই হবে’, রাহুলকে পরামর্শ সৌরভের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement