সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বার্সেলোনার প্রাক্তন প্রেসিডেন্ট জোসেপ বার্তোমিউ-এর (Josep Bartomeu) নেতৃত্বাধীন বোর্ডের এক সদস্য হোয়াটসঅ্যাপ চ্যাটে লিওনেল মেসিকে (Lionel Messi) ‘নোংরা ইঁদুর’, ‘হরমোনের সমস্যার জন্য বামন’ বলে কটাক্ষ করেছিলেন। উল্লেখ্য, বার্তোমিউ ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত বার্সেলোনার প্রেসিডেন্ট পদে ছিলেন।
ইউরোপীয় বেশ কয়েকটি মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনার আইন পরিষেবা বিভাগের প্রধান রোমান গোমেজ পন্টি কটাক্ষ করে মেসিকে ‘নোংরা ইঁদুর’, ‘বামন’ বলেছিলেন। হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাট ফাঁস হয়ে যায়। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিলেন বার্তোমিউ, প্রাক্তন জেনারেল ডিরেক্টর অস্কার গারু, ফিনান্সিয়াল ডিরেক্টর প্যাঞ্চো শ্রডার এবং জেভিয়ার সবরিনো। বার্তোমিউ সরে যাওয়ার পর প্রত্যেকে সরে গিয়েছিলেন বোর্ড থেকে। এই ঘটনা অনেকদিন আগের। মেসির এই অসম্মানের কথা ইউরোপীয় মিডিয়ায় ইদানীং প্রকাশিত হয়েছে।
মেসির চুক্তির বিষয়টা ফাঁস হয়ে যাওয়ায় ক্ষিপ্ত ছিলেন বার্সার বোর্ড সদস্যরা। মেসির চুক্তির বিষয়টা বিস্তারিত ভাবে প্রকাশিত হয়েছিল ‘এল মুন্দো’ পত্রিকায়। মেসির চুক্তি বাড়ানোর বিষয় নিয়ে ক্ষিপ্ত পন্টি তৎকালীন বার্সা প্রেসিডেন্ট বার্তোমিউকে বলেছিলেন, ”বার্তো, এই নোংরা ইঁদুরটার সঙ্গে থাকলে আপনি কখনওই ভালমানুষ হতে পারবেন না। ক্লাব ওকে সব কিছু দিয়েছে। অথচ ও এখন সইসাবুদ, প্লেয়ার ট্রান্সফার, চুক্তি নবীকরণ, স্পনসরশিপের ক্ষেত্রে নিজেকে একনায়ক বলে ভাবতে শুরু করে দিয়েছে। স্পনসরদের কথা ভেবে সব কিছু করে যাচ্ছে।”
বার্তোমিউকে পন্টি আরও বলেছিলেন, ”এই বামন আমাদের ব্ল্যাকমেল করেছে, ওর জন্য আমাদের খুব ভুগতে হয়েছে। করোনাকালে প্রেসিডেন্টের কাছে টেক্সট পাঠিয়ে বলেছে, অন্যদের স্যালারি কমিয়ে দিন কিন্তু আমার আর সুয়ারেজের স্যালারি কমাবেন না।”
মেসি বার্সার হয়ে ২০০৪ সাল থেকে ২০২১ পর্যন্ত খেলেছেন। ৫২০টি ম্যাচে ৪৭৪টি গোল করেছেন ‘এলএম ১০’। সেই কোন ছোটবেলায় রোজারিও থেকে বার্সেলোনায় চলে এসেছিলেন মেসি। ক্রমে বার্সেলোনা হয়ে ওঠে মেসির প্রাণের আরাম, মনের শান্তি। বার্সাকে অনেককিছু দেন মেসি। বার্সেলোনা ছেড়েই লিও মেসি চলে যান প্যারিস সাঁ জাঁয়। কাতারে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করেন মেসি। ছুটি কাটিয়ে পিএসজি-র হয়ে খেলতে নামেন মেসি। অঁজের-এর বিরুদ্ধে গোলও করেন মেসি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.