সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্যই আর্জেন্টিনাকে তিনি বিশ্বকাপ দিয়েছেন। আর্জেন্টিনার জার্সি গায়ে এই সাফল্যই তাঁকে বসিয়ে দিয়েছে সর্বকালের সেরাদের আসরে। অথচ সেই লিওনেল মেসিকেই আর আর্জেন্টিনার জার্সিতে খেলতে দিতে চায় না পিএসজি! মেসিকে (Leo Messi) শর্ত দেওয়া হতে পারে, প্যারিস সাঁ জাঁ-র হয়ে খেলতে হলে তাঁকে আর্জেন্টিনার হয়ে খেলা ছাড়তে হবে। ক্লাব ম্যানেজমেন্ট নাকি চাইছে, মেসি নিজের ফুটবল জীবনের বাকি সময়টা পিএসজিকেই দিক।
এ নিয়ে মুখ খুলেছেন পিএসজি (PSG) এবং ফ্রান্সের প্রাক্তন ফুটবলার লুদোভিচ গিউলি। তাঁর বক্তব্য, মেসির বয়স বাড়ছে। এই বয়সে ওকে খুব বেছে বেছে ম্যাচ খেলতে হবে। একসঙ্গে আর্জেন্টিনা এবং ক্লাবের হয়ে খেলার ধকল তিনি সহ্য করতে পারবেন না। গিউলি (Ludovic Giuly) বলছেন, “আর্জেন্টিনার হয়ে খেলা না কমালে সমস্যা হতে পারে মেসির। কারণ বার বার ফ্রান্স থেকে আর্জেন্টিনা গেলে ক্লান্ত হয়ে যেতে পারেন তিনি। একটা বয়সের পর লম্বা বিমানযাত্রার ক্লান্তি কাটিয়ে উঠতে সময় লাগে। জাতীয় দলে ওকে জায়গা ছেড়ে দিতে হবে। জানি না মেসি কী করবে। তবে আমরা ওর সঙ্গে কথা বলব।”
পিএসজির প্রাক্তন অধিনায়ক বলছেন, “একটা ব্যাপার মানতেই হবে, মেসি এখন আর সব ম্যাচ খেলতে পারবে না। যেমন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে কখনও কখনও বিশ্রাম প্রয়োজন। স্বাভাবিক ছন্দ ধরে রাখতে হলে প্রতি তিনটি ম্যাচের একটিতে বিশ্রাম নিতে হতে পারে।” তাঁর সাফ কথা, আমরা মেসিকে পিএসজিতে আরও কিছুদিন রাখতে চাই। অন্য কোথাও খেলার থেকে মেসি পিএসজিতেই খেলুক। গিউলি পিএসজি (PSG) ম্যানেজমেন্টের সঙ্গেও যুক্ত। স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্য জাতীয় দলে মেসির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিল।
উল্লেখ্য, কিছুদিন আগে পর্যন্ত শোনা যাচ্ছিল মেসি পিএসজি ছেড়ে বার্সেলোনায় (Barcelona) ফিরবেন। কিন্তু মেসির বাবা হর্হে মেসি জানিয়ে দিয়েছেন, বার্সায় ফেরা আর সম্ভব নয় মেসির পক্ষে। যার অর্থ মেসি প্যারিসের ক্লাবেই থেকে যেতে পারেন। একসময়ে শোনা গিয়েছিল, মেসি আর প্যারিস সাঁ জাঁ-র চুক্তি হওয়া কেবল সময়ের অপেক্ষা। কিন্তু পরিস্থিতি এখন বদলে গিয়েছে। মেসিকে নতুন চুক্তি দেওয়ার আগে শর্ত চাপাতে চাইছে প্যারিসের ক্লাব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.