Advertisement
Advertisement

Lionel Messi: ফের মহানুভবতার পরিচয় দিলেন মেসি, কিন্তু কীভাবে? দেখুন ভাইরাল ভিডিও

এই প্রথম ট্রফি জিতল ইন্টার মিয়ামি।

Lionel Messi shows class during Inter Miami trophy lift by handing over captains armband। Sangbad Pratidin
Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 20, 2023 6:30 pm
  • Updated:August 20, 2023 6:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের (America) মেজর লিগ সকার ( Major League Soccer) ও মেক্সিকোর লিগা এমএক্সের ৪৭টি ক্লাব অংশ নিয়েছিল এবারের লিগস কাপে। প্রায় মাসব্যাপী প্রতিযোগিতার শেষে চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার মিয়ামি (Inter Miami)। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এমএলএস-এর (MLS) ক্লাবটি এই প্রথম কোনও ট্রফি জিতল। ফাইনালে টাইব্রেকারে ১০-৯ গোলে জিতেছে লিওনেল মেসির দল।

ইন্টার মিয়ামিতে এসেই মেসি পেয়েছেন দলের অধিনায়কের দায়িত্ব। টুর্নামেন্ট জুড়ে তাঁর হাতে ছিল অধিনায়কের আর্মব্যান্ড। তবে মিয়ামি শিরোপা জেতার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে মেসি একা যাননি। তিনি দিয়ান্দ্রে ইয়েদলিনকেও (DeAndre Yedlin) নিয়ে যান। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সেই ভিডিও ভাইরাল হতে একেবারেই সময় লাগেনি।

Advertisement

[আরও পড়ুন: মার্কিন মুলুকে মেসি ম্যাজিক, ইন্টার মায়ামির জার্সিতে প্রথম ট্রফিজয় লিওর]

 

ট্রফি হাতে নিতে যাওয়ার সময় মেসি সবার আগে খুঁজে বের করেন ইয়েদলিনকে। মেসি দলে আসার আগে এই দিয়ান্দ্রে ইয়েদলিন ইন্টার মিয়ামির অধিনায়ক ছিলেন। মেসি তাঁর দিকে এগিয়ে এসে অধিনায়কের আর্মব্যান্ড পরিয়ে দেন। ইয়েদলিনকে উদ্দেশ্য করে মেসি বলেন, “তুমিই আমাদের প্রথম অধিনায়ক। তাই এই ট্রফির প্রথম অধিনায়ক তোমার।”

মেসির এমন আচরণে মুগ্ধ ইয়েদলিন। মুগ্ধ গোটা ফুটবল দুনিয়া। ইয়েদলিন সেই ট্রফি নিয়ে দলের সতীর্থদের কাছে চলে যায়। আর মেসি থেকে গেলেন সবার পিছনে। মেসির এই মহানুবতা দেখে তাঁর প্রতি ফুটবলপ্রেমীদের সম্মান আরও বেড়ে গিয়েছে।

[আরও পড়ুন: মেসির ক্যাবিনেটে এখন ট্রফির সংখ্যা কত? জানলে চমকে উঠবেন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement