Advertisement
Advertisement

Breaking News

Lionel Messi

বার্সেলোনায় ফেরার ইচ্ছা ছিল মেসির, আর্জেন্টিনার বিশ্বজয় বদলে দিল সব অঙ্ক, কীভাবে?

ইয়ামালের মধ্যে নিজের ছায়া দেখছেন মেসি।

Lionel Messi said that he had intention to come back Barcelona

বার্সার জার্সিতে ফুল ফুটিয়ে ছিলেন মেসি। ফাইল চিত্র

Published by: Arpan Das
  • Posted:April 18, 2025 4:29 pm
  • Updated:April 18, 2025 4:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ‘ঘর’ ছেড়েছেন বছর চারেক হয়ে গেল। চোখের জলে মেসির বার্সেলোনা ছাড়ার মুহূর্তের সাক্ষ্য ছিল গোটা ফুটবল দুনিয়া। কিন্তু মেসি আর ‘ঘরে’ ফেরেননি। বলা যায়, আর ফিরতে পারেননি কেন? নেপথ্যে অসংখ্য কারণ রয়েছে। তার মধ্যে রয়েছে ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়। খোদ মেসিই জানালেন, তাঁর বার্সেলোনা ফিরতে না পারার পিছনে রয়েছে বিশ্বকাপ জয়ের প্রভাবও।

Advertisement

২০০৪ সালে কাতালুনিয়ার ক্লাবের হয়ে সফর শুরু হয় আর্জেন্টিনা মহাতারকার। লাল-নীল জার্সিতেই ক্রমশ কিংবদন্তি হয়ে ওঠা। মেসি যে কোনওদিন বার্সেলোনা ছাড়তে পারেন, সেটা একপ্রকার অসম্ভবই ছিল। কিন্তু দলের টানা খারাপ পারফরম্যান্স ও কোভিডের ফলে আর্থিক ক্ষতিতে বেসামাল বার্সেলোনা শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। ২০২১ সালের আগস্ট মাসে প্রিয় বার্সা ছেড়ে ফ্রান্সের ক্লাব পিএসজি’তে সই করেন।

২০২২-এ বিশ্বকাপ জেতেন। পরের বছর চলে আসেন আমেরিকার ইন্টার মায়ামিতে। প্রায়ই জল্পনা ওঠে যে তিনি নাকি বার্সেলোনায় ফিরতে পারেন। সেটা কি মেসি কখনও ভেবেছেন? আটবারের ব্যালন ডি’ওর জয়ী তারকা বলছেন, “বার্সেলোনায় ফেরার খুব ইচ্ছা ছিল। ওখানে বারবার ফিরতে চাই। কিন্তু সেটা আর সম্ভব নয়। পরিবারের কথা মাথায় রেখে অনেক সিদ্ধান্ত নিতে হয়। আর সত্যি কথা বলতে, আমাদের বিশ্বকাপ জয়ের একটা বড় প্রভাব আছে। তারপর সিদ্ধান্ত নিয়েছিলাম, ইউরোপের আর কোনও ক্লাবে খেলব না।”

বার্সেলোনায় ফেরা যেমন প্রশ্নের একটা দিক, তেমনই রয়েছে প্রশ্ন, পরের বিশ্বকাপ খেলবেন কি না? মেসির বক্তব্য, “এই বছরটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেটার উপরই নির্ভর করছে ২০২৬-র বিশ্বকাপ খেলব কি না। তবে আমি এখন থেকে প্রস্তুতি নিচ্ছি।” এছাড়া প্রাক্তন গুরু গুয়ার্দিওয়ালার প্রশংসায় পঞ্চমুখ মেসি। সেই সঙ্গে জানালেন, “লামিনে ইয়ামালের খেলা খুব পছন্দ হয়েছে। সবে ১৭ বছর বয়স। আমি যেভাবে খেলেছি, ও সেভাবেই তৈরি হচ্ছে। ও ইতিমধ্যেই বিশ্বের অন্যতম সেরা প্লেয়ার।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement