এই বিশেষ বুট পায়ে গলিয়ে মাঠে নামবেন লিওনেল মেসি। ছবি: টুইটার
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথাটা ক্রিকেট ম্যাচের ধারাভাষ্যে মাঝেমধ্যে শোনা যায়। খেলার ধরন দৃষ্টিনন্দন। এমন ক্রিকেটারদের অনেকেই বলে থাকেন ‘গোট’। বাংলায় মানে ‘গোট’ (GOAT)—’গ্রেটেস্ট অব অলটাইম’। তেমনই ফুটবলের ক্ষেত্রে তেমনই একজন নাম হলেন লিওনেল মেসি (Lionel Messi)। সর্বকালের অন্যতম সেরা তো বটেই, তর্কযোগ্যভাবে সর্বকালের সেরা ফুটবলারের পায়ের বুট নিয়ে আগ্রহ না জাগাটাই বরং অস্বাভাবিক। পেশাদার ফুটবলে ১০৩৮ ম্যাচে ৮১৮ গোল করা একজন ফুটবলার। এই মেসি কী বুট পরেন, মডেল কী—এসব নিয়ে তাই তুমুল আগ্রহ আছে সমর্থকদের মধ্যে। তাঁদের জন্য সুখবর, ২০২৬ বিশ্বকাপ (FIFA World Cup 2026) বাছাইপর্বে নতুন বুট পরে মাঠে নামবেন মেসি। যেখানে রয়েছে ছাগলের মুখ। তবে মেসি কিন্তু এরই মধ্যে এই বুট পড়ে একবার ‘মহড়া’ দিয়ে ফেলেছেন। ১৬ আগস্ট এক্স ক্রেজিফাস্ট বুট পরে লিগস কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামির হয়ে মাঠে নেমেছিলেন মেসি।
Lionel Messi’s new boots have a 🐐 on them 🔥
(via Adidas Football) pic.twitter.com/24x676N43M
— ESPN FC (@ESPNFC) September 5, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.