সুকুমার সরকার, ঢাকা: সদ্য সমাপ্ত বিশ্বকাপে বাংলাদেশের জনগণের সমর্থন ও ভালবাসায় আপ্লুত বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এতটাই যে, এবার বাংলাদেশে খেলতে রাজি হয়ে গেল আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন (Argentina Football Fedaration)। সব ঠিক থাকলে আগামী জুন মাসে বাংলাদেশে খেলতে আসবে মেসিদের পুরো দল। এমনটাই জানা গিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সূত্রে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটি সূত্র জানিয়েছে, জুনের ফিফা (FIFA) উইন্ডোতে ঢাকায় আসতে রাজি হয়েছে আর্জেন্টিনা। এখন দুই পক্ষের মধ্যে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে প্রীতি ম্যাচ। তবে সে দেশের একমাত্র আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়ামটির সংস্কারকাজ চলছে। তবে দ্রুত স্টেডিয়ামটির সংস্কার কাজ শেষ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজি সালাউদ্দিন জানিয়েছেন, আর্জেন্টিনার বাংলাদেশে আসা এক প্রকার নিশ্চিত। কয়েকটি বিষয় নিয়ে আলোচনা চলছে। সেটা নিশ্চিত হয়ে গেলেই জুনে ঢাকায় খেলবে লিওনেল স্কোলোনির (Lionel Scaloni) দল।
তবে ওই প্রীতি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ বাংলাদেশ হবে না। আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হবে তা নিয়েও আলোচনা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের ফুটবল কর্তারা। জানা গিয়েছে ওই ম্যাচের সম্ভাব্য প্রতিপক্ষ হিসাবে, কয়েকটি দেশের নাম প্রস্তাব করবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA)। সেখান থেকে বাছাই করে যেকোনও একটি দেশকে প্রতিপক্ষ হওয়ার প্রস্তাব দেওয়া হবে বাংলাদেশের তরফে।
উল্লেখ্য, ২০১১ সালে একইভাবে একটি প্রীতি ম্যাচ খেলতে এসেছিলেন মেসি (Leo Messi)। সে বার ভেনেজুয়েলার বিরুদ্ধে ১-০ গোলে জিতেছিল নীল-সাদা ব্রিগেড। মেসি সেই ম্যাচে গোল করতে না পারলেও ওটামেন্ডিকে দিয়ে গোল করিয়েছেন। সেই ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন ৮৫ হাজার দর্শক। মেসির খেলা শুধু মন জুড়িয়ে দিয়েছিল কলকাতার। এবার কি ঢাকা বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা তারকাকে দেখার সুযোগ পাবে? সেটা অবশ্য সময়ের অপেক্ষা। কারণ বিশ্বকাপের পর এত দ্রুত মেসি আর্জেন্টিনার জার্সিতে খেলবেন কিনা, সেটা স্পষ্ট নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.