সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিওনেল মেসি (Lionel Messi ) ও নেইমারের (Neymar) সম্পর্ক বেশ ভাল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয় দেখা যায় বার্সেলোনার জার্সিতে মেসি ও নেইমারের বন্ধুত্বের কাহিনি। প্রতিপক্ষের ফুটবলার নেইমারকে ফাউল করেছেন। আর মেসি ছুটে এসে বিপক্ষের সেই ডিফেন্ডারের গলা চেপে ধরেছেন। শোনা যায়, নেমার বার্সা ছাড়ায় অসন্তুষ্ট হন মেসি। এখন মেসি ও নেইমার খেলছেন প্যারিস সাঁ জাঁ-য়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরে মেসি প্যারিসের ক্লাবের অনুশীলনে যোগ দিলে নেমার সবার আগে এগিয়ে এসে আর্জেন্টাইন অধিনায়ককে শুভেচ্ছা জানান। মেসিকে জিজ্ঞাসা করেন, ”কেমন আছ বিশ্ব চ্যাম্পিয়ন?” সেই নেমার সম্পর্কে মেসি সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন?
ইনস্টাগ্রাম স্টোরিতে নেইমারের সঙ্গে ছবি পোস্ট করে মেসি লিখেছেন, ”আমরা একে অপরকে চিনি না বললেই চলে।” মজা করেই কথাগুলো লিখেছেন মেসি। উল্লেখ্য, বার্সায় মেসি-নেমার-সুয়ারেজ থাকার সময়ে দারুণ ছন্দে ছিল ক্যাটালান ক্লাব।
সাঁ জাঁ-র অনুশীলনে বেশ ভাল মুডে আছেন মেসি। কাতার বিশ্বকাপে ‘এলএম ১০’ ধরা দিয়েছিলেন অন্য অবতারে। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে মেসি ১৯টি ম্যাচ খেলেছিলেন সাঁ জাঁ-র হয়ে। গোল করেন ১২টি। ১৪টি অ্যাসিস্ট। নেমারও আগুনে ফর্মে ছিলেন। ১৫টি গোল করেছিলেন তিনি। ১৩টি অ্যাসিস্ট ছিল ২১টি ম্যাচে।
বিশ্বকাপ এখন অতীত। পিএসজি-তে নেমারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়েছিল, কিলিয়ান এমবাপে চান না প্যারিস সাঁ জাঁ-য় খেলুন ব্রাজিলীয় মহাতারকা। নেইমারকে রিলিজ করে দেওয়ার কথা বলেছেন এমবাপে। কী হবে, তা বলবে সময়। তবে নেইমার ও মেসির পুনর্মিলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা হচ্ছে খুব। বিশ্বকাপের পরে দুই তারকাকে পিএসজি-র জার্সিতে একসঙ্গে খেলতে দেখা যাবে চলতি মাসের ১১ তারিখ। বুধবার মেসি-নেইমার-এমবাপের দলের সামনে অ্যাঙ্গারস। এই মুহূর্তে ক্রিস্টোফ গালতিয়ের-এর দল লিগ ওয়ানের শীর্ষ স্থানে। ১৭টি ম্যাচ খেলেছে সাঁ জাঁ। তার মধ্যে ১৪টিতে জয়, ২টি ড্র এবং একটিতে হার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.