Advertisement
Advertisement
Lionel Messi

৫৮ কোটির প্রাসাদ, দেড় কোটির বিমান! মোট কত টাকার সম্পত্তির মালিক বিশ্বজয়ী মেসি?

জানেন কোন 'সম্পত্তি' নিয়ে রাতে ঘুমোলেন মহাতারকা?

Lionel Messi is one of the wealthiest athletes in the world। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 20, 2022 6:12 pm
  • Updated:December 20, 2022 6:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারের স্বপ্নের রাতের ঘোর আর কাটছে না। মেসি (Lionel Messi) জ্বরে এখনও ভুগছে ফুটবল বিশ্ব। আর্জেন্টিনার (Argentina) কাপজয়ের পরে তাঁর সেলিব্রেশন থেকে আরও নানা মুহূর্ত, সবই উঠে এসেছে চর্চায়। বিমানে বসা মেসি থেকে বিছানায় বিশ্বকাপ নিয়ে ঘুমন্ত এলএম১০- নানা ছবি হয়েছে ভাইরাল। পাশাপাশি আলোচনা হয়েছে তাঁর সম্পত্তি নিয়ে।

একথা সকলেরই জানা বিশ্বের অন্যতম বিত্তশালী অ্যাথলিট হলেন লিওনেল মেসি। তাঁর বার্ষিক আয় এই মুহূর্তে ৪ কোটি ৩০ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় সাড়ে তিনশো কোটি টাকারও বেশি। মোট সম্পদের পরিমাণ ৪০ কোটি মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ৩ হাজার ৩০০ কোটি টাকারও বেশি। স্বাভাবিক ভাবেই এই বিপুল উপার্জনের ফলে মেসির জীবনযাপনও রাজকীয়। আর্জেন্টিনার বাসিন্দা হলেও বছরের অধিকাংশ সময় স্পেনেই কাটে তাঁর। সেখানে ৭০ লক্ষ মার্কিন ডলার মূল্যের একটি প্রাসাদ রয়েছে মেসির। ভারতীয় মুদ্রায় এই মূল্য ৫৮ কোটি টাকা। তাঁর গাড়ির ভাণ্ডারও ঈর্ষণীয়। যেগুলির সম্মিলিত মূল্য ৩০ লক্ষ মার্কিন ডলারেও বেশি। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল ফেরারি। তবে তাঁকে প্রায়ই মিনি কুপার চালাতে দেখা যায়। এছাড়াও তাঁর গ্যারাজে রয়েছে আরও গাড়ি। যা দেখলে চোখ কপালে উঠবেই।

Advertisement

[আরও পড়ুন: শাঁখা-পলা পরে TET দিতে বাধা! কলকাতা হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা]

শুধু তো গাড়ি নয়। একটা ব্যক্তিগত বিমানও রয়েছে। যাতে রয়েছে রান্নাঘর, দুটো শৌচাগার, ১৬ জন যাত্রীর বসার জায়গা! রয়েছে আটটি বিছানা। বিমানের লেজের প্রান্তে ঝলমল করছে মেসির জার্সি নম্বর- ১০! মূল্য দেড় কোটি মার্কিন ডলার। এছাড়া জামাকাপড়ের শখেও মেসি অতুলনীয়। তাঁর একটি প্রিয় স্যুটের মূল্যই প্রায় ৫ হাজার মার্কিন ডলার। অর্থাৎ ৪ লক্ষ টাকারও বেশি! ফ্যাশন সচেতন লিওর আলমারিতে এমন জামাকাপড় অসংখ্য।

এদিকে ঘুমন্ত মেসির ছবি ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা গিয়েছে বালিশে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন বিশ্ব ফুটবলের যুবরাজ। তাঁর কোলে ধরা বিশ্বকাপ। কার্যতই বহু আকাঙ্ক্ষার বিশ্বকাপের ট্রফি এখন সর্বক্ষণ সঙ্গে রাখতে চাইছেন তিনি। ভক্তরাও সেই ছবি দেখে উচ্ছ্বসিত। সব মিলিয়ে কাপজয়ের রেশ কাটা তো দূরের কথা, এখনও সারা পৃথিবী জুড়েই মেসিদের বিশ্বজয়ের সেলিব্রেশন অব্যাহত। 

[আরও পড়ুন: ‘আমি ওরকম করেছি কারণ…’, সোনার গ্লাভস নিয়ে অশালীন অঙ্গভঙ্গির ব্যাখ্যা দিলেন মার্টিনেজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement