Advertisement
Advertisement
Lionel Messi

মেসির দ্বিতীয়বার ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত? খেলবেন প্রীতি ম্যাচও

সম্প্রতি মেসির কলকাতায় আসা নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল।

Lionel Messi is coming back to India! In which state is LM10 going to play a friendly match?

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:March 26, 2025 3:53 pm
  • Updated:March 26, 2025 3:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১১-র ২ সেপ্টেম্বর। কলকাতায় অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল লিওনেল মেসির। ফিফার আন্তর্জাতিক ফ্রেন্ডলি সেই ম্যাচে ভেনেজুয়েলাকে এক গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। তারপর থেকে মেসি ভক্তদের মনে একটাই প্রশ্ন। আবার কি কখনও ভারতে আসবেন তিনি? 

১৪ বছর পর দ্বিতীয়বার ভারতে আসতে চলেছেন এলএম টেন। চলতি বছর অক্টোবরে তিনি কেরলে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে আসছেন। কেবল তাই নয়, তাঁর সঙ্গে গোটা আর্জেন্টিনা দলও ভারতের মাটিতে পা দিতে চলেছে। ২০২৪-এর নভেম্বরে কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান জানিয়েছিলেন মেসির এই সফরের কথা। বলা চলে তাঁর সেই ঘোষণায় সিলমোহর পড়ল। ম্যাচের আয়োজক ও প্রচারের দায়িত্ব পাওয়া সংস্থা এইচএসবিসি ইন্ডিয়া বুধবার মেসির আগমনের কথা জানায়।

Advertisement

কেরলের ক্রীড়ামন্ত্রী কোঝিকোড়ে এক অনুষ্ঠানে ঘোষণা করেছেন, মেসি ২৫ অক্টোবর থেকে ২ নভেম্বর- সাতদিনের জন্য রাজ্য সফর করবেন। একটি প্রীতি ম্যাচ খেলবেন তিনি। পাশাপাশি ভক্তদের সঙ্গে ফুটবল নিয়ে আলোচনার জন্য একটি সভামঞ্চে ২০ মিনিট সময়ও কাটাবেন।

তবে তারিখ নিয়ে কিন্তু এখনও সন্দেহও থেকে যাচ্ছে। কারণ ক্রীড়ামন্ত্রী যে তারিখগুলির কথা উল্লেখ করেছেন, তা ফিফার অফিশিয়াল উইন্ডো ব্রেকের সঙ্গে মেলে না। ফিফার উইন্ডো থাকবে ৬-১৪ অক্টোবর এবং ১০-১৮ নভেম্বরের মধ্যে। তাই অনেকের প্রশ্ন, ২৫ অক্টোবর থেকে ২ নভেম্বরের মধ্যে মেসি-সহ আর্জেন্টিনা দল কীভাবে কেরল আসবে?

সম্প্রতি মেসির কলকাতায় আসা নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের কলকাতা আগমনের জল্পনা অনেক গুণ বাড়িয়ে দিয়েছিলেন বিখ্যাত ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। শতদ্রু আগেই জানিয়েছিলেন, ২০২৫ সালের শুরুর দিকে মেসিকে ভারতে আনার চেষ্টা করবেন তিনি। সোশাল মিডিয়ায় মেসির সঙ্গে একাধিক ছবি পোস্ট করেন শতদ্রু। তাতেই দুইয়ে দুইয়ে চার করে নিয়েছিলেন ফুটবলপ্রেমীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub