Advertisement
Advertisement

Breaking News

Lionel Messi

‘বিশ্বজয়ী হওয়ার পরেও আমাকে স্বীকৃতি দেয়নি ক্লাব’, সাঁ জাঁ-র বিরুদ্ধে অভিমানী মেসি

প্যারিসে থাকা আমার পক্ষে কঠিন হয়ে যাচ্ছিল, বলেছিলেন মেসি।

Lionel Messi has taken a swipe at his former football club Paris Saint Germain । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:September 22, 2023 3:42 pm
  • Updated:September 22, 2023 3:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন ক্লাব প্যারিস সাঁ জাঁ-কে (PSG) কটাক্ষ করলেন লিওনেল মেসি (Lionel Messi)। এক সাক্ষাৎকারে মহাতারকা অভিযোগ করেছেন, আর্জেন্টিনার বিশ্বজয়ী দলের একমাত্র তাঁকেই স্বীকৃতি দেয়নি তাঁর ক্লাব। একমাত্র তাঁকেই সংবর্ধনা দেওয়া হয়নি।

কাতার বিশ্বকাপ জিতে প্যারিস সাঁ জাঁ-য় ফেরার পরে মেসিকে সেভাবে স্বাগত করেনি প্যারিসের বিখ্যাত ক্লাব। এক সাক্ষাৎকারে মেসিকে বলতে শোনা গিয়েছে, ”আমিই একমাত্র বিশ্বজয়ী ফুটবলার যে তার ক্লাবেই স্বীকৃতি পায়নি।”

Advertisement

[আরও পড়ুন: রোহিতের টিম ইন্ডিয়ার কোন বোলারকে ভয় পাচ্ছে ইংল্যান্ড? নাম জানলে চমকে উঠবেন]

মেসির নতুন ঠিকানা এখন মায়ামি। পি এস জি ছাড়ার পরে মেসিকে বলতে শোনা গিয়েছিল, ”প্যারিসে থাকা আমার পক্ষে কঠিন হয়ে যাচ্ছিল।”

প্যারিস সাঁ জাঁ সমর্থকরা মেসিকে গালমন্দ করতেন। শেষ ম্যাচে তাঁকে দেওয়া হয়নি ফেয়ারওয়েলও। অভিমানী মেসি বলছেন, ”বিষয়টা আমি বুঝতে পারছি। যে দেশের ক্লাবে আমি খেলেছি সেই দেশকে হারিয়েই বিশ্বকাপ জিতেছি আমরা। ওদের জিততে দিইনি। সত্যি ঘটনা হল, আমার সঙ্গে এমবাপের সম্পর্ক খুবই ভালো। ওখানে যারা আছে, তাদের সঙ্গেও আমার সম্পর্ক যথেষ্ট ভালো।”

[আরও পড়ুন: তিন ছেলের পরে এবার মেয়ে! আরও এক সন্তান চান মেসি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement