Advertisement
Advertisement

Breaking News

Lionel Messi Radael Nadal

নাদালের প্রশস্তিতে আপ্লুত মেসি, ‘রাফা, আমি বাকরুদ্ধ’, ফিরিয়ে দিলেন ‘এলএম ১০’

লেটস গো মেসি, রাফা বার্তা পাঠিয়েছিলেন মেসিকে।

Lionel Messi has sent a classy reply after Rafael Nadal backed him to win sportsman of the year award । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:February 22, 2023 1:54 pm
  • Updated:February 22, 2023 1:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাফায়েল নাদাল (Rafael Nadal) বলেছিলেন, ”লিও, এই সম্মানের যোগ্য তুমি।”

স্পেনীয় টেনিস তারকাকে ফিরিয়ে দিলেন লিও মেসি (Lionel Messi)। লরিয়াস অ্যাওয়ার্ডের (Laureus World Sports Awards) জন্য লিও মেসির নাম মনোনীত হয়েছে। রাফায়েল নাদাল, কিলিয়ান এমবাপের নামও রয়েছে সেই তালিকায়। কিন্তু নাদাল নিজে ইনস্টাগ্রাম স্টোরিতে আর্জেন্টাইন তারকাকেই ভোট দিয়েছেন। নাদাল লিখেছেন, ”লরিয়াস স্পোর্টসম্যান পুরস্কারের জন্য আমার নাম মনোনীত হওয়ায় সম্মানিত। কিন্তু এই বছর..লেটস গো মেসি। তুমিই যোগ্য।” 

Advertisement

[আরও পড়ুন: ‘টয়লেটে গিয়ে কেঁদেছি’, নিজের অভিজ্ঞতা শেয়ার করে রাহুলকে পারমর্শ কার্তিকের]

 

নাদালের পোস্টটা দেখেন মেসি। তিনি নিজে টেনিস তারকাকে মেসেজ দিয়েছেন। ‘এলএম ১০’ প্রতিক্রিয়া দিয়েছেন। লিখেছেন, ”একজন দুর্ধর্ষ ক্রীড়াব্যক্তিত্ব আমাকে এমন সম্মান দিচ্ছে। আমি বাকরুদ্ধ। অসংখ্য ধন্যবাদ রাফা নাদাল। তোমার লড়াইয়ের জন্য তুমিও এই সম্মানের যোগ্য। তুমি জয়ী, এই সম্মান পাওয়ার জন্য আমাদের মধ্যে দারুণ লড়াই হবে। যাঁরা মনোনীত হয়েছেন এবার, তাঁরা প্রত্যেকে এই সম্মানের যোগ্য বলেই আমি মনে করি।”

 

একজন চ্যাম্পিয়ন আরেক জন চ্যাম্পিয়নকে যেভাবে সম্মান জানান, শ্রদ্ধা প্রদর্শন করেন, মেসি ও নাদালের ইনস্টাগ্রাম পোস্ট ও তার প্রত্যুত্তর সেটাই প্রমাণ করছে।

[আরও পড়ুন: কেএল রাহুলের দলে থাকা নিয়ে জোর তরজা, আকাশ চোপড়ার খোঁচার পালটা দিলেন প্রসাদ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement