Advertisement
Advertisement

Lionel Messi: মেসির ক্যাবিনেটে এখন ট্রফির সংখ্যা কত? জানলে চমকে উঠবেন

কেরিয়ারে মোট ৪৪টি ট্রফি জিতেছেন মেসি।

Lionel Messi becomes most decorated footballer of all time with 44 trophies as he lifts Leagues Cup trophy with Inter Miami teammate। Sangbad Pratidin

ট্রফি জয়ের পর লিওনেল মেসির সঙ্গে সেলিব্রেশনে মজে সতীর্থরা। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 20, 2023 3:43 pm
  • Updated:August 20, 2023 3:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৮ সালে ফুটবল মানচিত্রে এসেছিল আম আমেরিকার (America) মেজর লিগ সকারের (Major League Soccer) অন্যতম ক্লাব ইন্টার মায়ামি (Inter Miami)। অবশেষে পাঁচ বছর পর ২০২৩ সালে ডেভিড বেকহ্যামের (David Beckham) ক্লাবের ট্রফির খরা কাটল। শুধু লিওনেল মেসির (Lionel Messi) সৌজন্যে। আর্জেন্টিনার (Argentina) মহাতারকার পায়ের ছোঁয়াতে এই ক্লাবের ট্রফি জিতল।

ইন্টার মায়ামি লিগস কাপের ফাইনালে (Leagues Cup Final 2023) ন্যাশভিল এফসি-কে (Nashville SC) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত সময় পর্যন্ত খেলা ১-১ ছিল। এরপর ১১ রাউন্ডের পেনাল্টি শ্যুটআউটের শেষে ১০-৯ ফাইনাল জেতে মেসি অ্যান্ড কোং। মায়ামির হয়ে অভিষেক থেকে ফাইনাল পর্যন্ত ‘এলএম টেন’ মোট সাত ম্যাচ খেলেছেন। সাত ম্যাচে ১০ গোল করে মেসি পেয়েছেন সোনার বুট ও টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার। আর এর সঙ্গেই তিনি হয়ে গেলেন ফুটবলগ্রহের ‘মোস্ট ডেকরেটেড’। অর্থাৎ দেশ ও ক্লাব মিলিয়ে আর কোনও ফুটবলার এত ট্রফি পাননি। ব্রাজিলের দানি আলভেসকে (Dani Alves) টপকে মেসির ঝুলিতে এখন ৪৪টি ট্রফি।

Advertisement

[আরও পড়ুন: মার্কিন মুলুকে মেসি ম্যাজিক, ইন্টার মায়ামির জার্সিতে প্রথম ট্রফিজয় লিওর]

আর্জেন্টিনা (৫টি ট্রফি)

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপ (২০০৫ সাল)
অনূর্ধ্ব-২৩ গ্রীষ্ককালীন অলিম্পিক্স (২০০৮ সাল)
কোপা আমেরিকা (২০২১ সাল)
ফাইনালসিমা (২০২২ সাল)
ফিফা বিশ্বকাপ (২০২২ সাল)

বার্সেলোনা (৩৫টি ট্রফি)

লা লিগা (১০ বার)
কোপা দেল রে (সাতবার)
সুপারকোপা দে এস্পানা (আটবার)
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (চারবার)
উয়েফা সুপার কাপ (তিনবার)
ফিফা ক্লাব বিশ্বকাপ (তিনবার)

প্যারিস সঁ জঁরম (৩টি ট্রফি)
লিগ ওয়ান (দু’বার)
ট্রফি দেস চ্যাম্পিয়নস (একবার)

ইন্টার মায়ামি (১টি ট্রফি)
লিগস কাপ ২০২৩

[আরও পড়ুন: মোহনবাগানকে আটকাতে আসরে গোটা বাংলাদেশ! আবাহনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement