Advertisement
Advertisement

Breaking News

Lionel Messi

দুই বন্ধু ফের একসঙ্গে, ইন্টার মায়ামিতে শুরু হতে চলেছে মেসি-সুয়ারেজ যুগলবন্দি

সুয়ারেজের মায়ামিতে সই করার পিছনে রয়েছেন ডেভিড বেকহ্যাম।

Lionel Messi and Luis Suarez unites again in Inter Miami । Sangbad Pratidin

এবার ইন্টার মায়ামিতে একসঙ্গে মেসি-সুয়ারেজ। ফাইল চিত্র।

Published by: Krishanu Mazumder
  • Posted:December 23, 2023 9:23 am
  • Updated:December 23, 2023 9:23 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের লিওনেল মেসির (Lionel Messi) সঙ্গে জুটি বাঁধছেন লুইস সুয়ারেজ (Luis Suarez)। সম্প্রতি উরুগুয়ের তারকা সুয়ারেজের ইন্টার মায়মিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এবং সুয়ারেজের যোগদানের বিষয়টিতে শুক্রবার সিলমোহর দিল ইন্টার মায়ামি। ফলে মাঠে ফের ফুল ফোটাতে দেখা যাবে মেসি ও সুয়ারেজকে 
সোশাল মিডিয়ায় ইন্টার মায়ামির পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘দুই বন্ধু ফের একসঙ্গে। এরথেকে সুসংবাদ আর কি হতে পারে।’’ উরুগুয়ের তারকা ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব গ্রেমিও থেকে ইন্টার মায়ামিতে যোগ দিলেন।

[আরও পড়ুন: গোল করতে না পারলেও, পরপর চার ম্যাচে ক্লিনশিট! ওড়িশার বিরুদ্ধে ড্র করল ইস্টবেঙ্গল]

উল্লেখ‌্য, সংবাদমাধ‌্যম জানিয়েছিল, সুয়ারেজের সঙ্গে ইন্টার মায়ামির মৌখিক চুক্তি হয়ে গিয়েছে। এবার খাতায়-কলমে সই করা বাকি। তাও খুব দ্রুতই হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সুয়ারেজের মায়ামিতে সই করার পিছনে রয়েছেন ইংল‌্যান্ডের প্রাক্তন অধিনায়ক এবং ইন্টার মায়ামির অন‌্যতম মালিক ডেভিড বেকহ‌্যাম।
ইতালির বিখ‌্যাত সাংবাদিক জানিয়েছিলেন, ‘‘সুয়ারেজের মায়ামিতে যোগদান শুধু সময়ের অপেক্ষা। প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে উরুগুয়ের তারকার সঙ্গে একবছরের চুক্তি হচ্ছে। তবে চুক্তি বাড়ানোর বিকল্পও থাকছে।’’

Advertisement

[আরও পড়ুন: মুম্বই ছাড়া আর কোন দলকে নেতৃত্ব দিতে চান? রোহিতের পুরনো ভিডিও ফের ভাইরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement