Advertisement
Advertisement

Breaking News

Lamine Yamal

প্রকাশ্যে পর পর ছুরির আঘাত, দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ইয়ামালের বাবা, ভর্তি হাসপাতালে

কেন হঠাৎ হামলা স্পেনের তরুণ ফুটবলারের বাবার উপর?

Lamine Yamal's father stabbed near Barcelona
Published by: Subhajit Mandal
  • Posted:August 15, 2024 11:17 am
  • Updated:August 15, 2024 11:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুষ্কৃতীদের ছুরির আঘাতে গুরুতর আহত হলেন লেমিন ইয়ামালের বাবা মুনির নাসরাউই। বুধবার রাতে স্পেনের মাতারো শহরে ইয়ামালের বাবার উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তিনি বিপন্মুক্ত।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ইয়ামালের বাবা মুনির ইয়ামাল বুধবার রাতে সান্ধ্যভ্রমণে বেরিয়েছিলেন। সঙ্গে ছিল তাঁর সারমেয়। কুকুর নিয়ে রাস্তায় ঘোরার সময় স্থানীয়দের সঙ্গে বাদানুবাদ হয় ইয়ামালের বাবার। সেখান থেকে বিবাদ এবং বিবাদের জেরে কয়েকজন পর পর ছুরির আঘাত করে তাঁকে। মুনিরকে একাধিক বার ছুরি দিয়ে আঘাত করা হয়। মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ‘হিন্দু-সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত ১৪০ কোটি ভারতীয়’, লালকেল্লা থেকে বাংলাদেশ নিয়ে বার্তা মোদির]

সঙ্গে সঙ্গে মুনিরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে বাদালোনার কান রুতি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তিনি বিপন্মুক্ত। স্থানীয়রাই পুলিশকে খবর দেন। গোটা ঘটনা ধরা পড়েছে একাধিক সিসি ক্যামেরাতেও। পুলিশ তদন্ত শুরু করেছে। কড়া শাস্তির দাবি করেছেন সমর্থকেরাও। এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেনের পুলিশ।

[আরও পড়ুন: ‘সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে’, আর জি করের ‘গুণ্ডামি’কে তোপ অভিষেকের

লামিনে ইয়ামাল গত ইউরোতে গোটা বিশ্বের ফুটবল মহলের নজর কেড়েছেন। কনিষ্ঠতম ফুটবলার হিসাবে ইউরো জেতার নজির রয়েছে তাঁর নামের পাশে। গোটা ইউরোতে দুর্দান্ত পারফর্মও করেছেন তিনি। আগামী দিনে বিশ্ব ফুটবলের মহাতারকা হিসাবে দেখা হচ্ছে তাঁকে। ইয়ামালের সাফল্যের পিছনে তাঁর পরিবারের সমর্থনও প্রশংসনীয়। গত ইউরোতেও স্পেনের প্রায় প্রতিটি ম্যাচেই দর্শকাসনে ছিলেন ইয়ামালের বাবা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement