দুলাল দে: ভারতীয় ফুটবল ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার হতে চলেছেন লালিয়ানজুয়ালা ছাংতে (Lallianzuala Chhangte)। সেই সঙ্গে সেরা উঠতি ফুটবলারের পুরস্কার উঠতে চলেছে তরুণ তারকা আকাশ মিশ্রের (Akash Mishra) হাতে। মঙ্গলবার দুপুরেই বর্ষসেরা ভারতীয় ফুটবলারের নাম ঘোষণা করতে চলেছে ফেডারেশন। তার আগেই জানা গেল, চলতি বছরে দেশের সেরা ফুটবলার হিসাবে বেছে নেওয়া হবে মুম্বই সিটি এফসির তারকাকে।
মঙ্গলবার বিকেলেই সাফ কাপের ফাইনালে (SAFF Cup) খেলতে নামবে ভারত। ট্রফি জয়ের লড়াইয়ে কুয়েতের বিরুদ্ধে নামার আগেই বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণার সিদ্ধান্ত নিয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তবে এবারের পুরস্কার জেতার লড়াইয়ে প্রথম থেকেই সুনীল ছেত্রীর (Sunil Chhetri) নাম ছিল না। অনেকের মতে, আগামী প্রজন্মের কথা ভেবেই বর্ষসেরার দৌড়ে রাখা হয়নি সুনীলের নাম। তবে এমনও শোনা গিয়েছে শুধু দেশের জার্সিতে নয়, ক্লাবের পারফরম্যান্স খতিয়ে দেখেই বর্ষসেরা ফুটবলার নির্বাচন করা হবে।
সোমবার ফেডারেশনের (AIFF) তরফে বেঙ্গালুরুতে ফেডারেশনের কার্যকরী কমিটির মিটিংয়ের পর প্রাক্তন জাতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া, আইএম বিজয়ন, সাবির আলি এবং ক্লাইম্যাক্স লরেন্সের হাতে তিনজন ফুটবলারের তালিকা তুলে দেওয়া হয়। বলা হয়, এই তিনজন ফুটবলারের মধ্যে থেকে একজনকে বর্ষসেরা ফুটবলার হিসেবে নির্বাচিত করতে। সেই তালিকায় ছিল লালিয়ানজুয়ালা ছাংতে, নাওরেম মহেশ সিং ও নন্দকুমারের নাম।
তবে সরকারি ঘোষণার আগেই জানা যায়, চলতি বছরের সেরা ফুটবলারের পুরস্কার উঠতে চলেছে ছাংতের হাতেই। সদ্যসমাপ্ত মরশুমে আইএসএলে ১০টি গোল করেছেন মুম্বই সিটি এফসির উইঙ্গার। ছ’টি অ্যাসিস্টও রয়েছে তাঁর। সবমিলিয়ে ধারাবাহিক ভাল খেলার পুরস্কার উঠছে তাঁর হাতে। অন্যদিকে, ইমার্জিং প্লেয়ারের খেতাব জিততে পারেন তরুণ তারকা আকাশ মিশ্র। গত মরশুমে হায়দরাবাদের হয়ে খেলার পর এবার মুম্বই দলের হয়ে আইএসএল খেলবেন তিনি। মহিলাদের বর্ষসেরা হয়েছেন মণীষা কল্যাণ। সেরা কোচের পুরস্কার ক্লিফোর্ড মিরান্ডার হাতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.