Advertisement
Advertisement

Breaking News

Real Madrid

মাঠের মধ্যে ‘অশোভন আচরণ’, এমবাপে, ভিনি-সহ চার রিয়াল তারকার বিরুদ্ধে তদন্তে উয়েফা

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ঘিরে বিতর্ক তুঙ্গে।

Kylian Mbappe, Vinicius Jr among four Real Madrid players under investigation by UEFA
Published by: Arpan Das
  • Posted:March 28, 2025 2:42 pm
  • Updated:March 28, 2025 2:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই বিপাকে কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়ররা। রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার এমবাপে, ভিনিসিয়াস-সহ চারজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে উয়েফা। তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্ত করছে ইউরোপীয় ফুটবল নিয়ামক সংস্থা।

ঘটনার সূত্রপাত চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে। শেষ ষোলোর ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে দিয়েছিলেন এমবাপে। মাদ্রিদ ডার্বি নিয়ে উত্তেজনার কমতি ছিল না। ম্যাচেও তার রেশ ছড়ায়। তার মধ্যে টাইব্রেকারে জুলিয়ান আলভারেজের পেনাল্টি বাতিল নিয়ে বিতর্ক শুরু হয়। ম্যাচের পর ভিনিসিয়াস-এমবাপেরা অ্যাটলেটিকো সমর্থকদের সামনে জয় সেলিব্রেট করে।

Advertisement

স্প্যানিশ সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী রিয়ালের ফুটবলারদের উদযাপনের ধরন নিয়ে উয়েফার কাছে অভিযোগ জানায় অ্যাটলেটিকো। তারপরই পদক্ষেপ নেয় উয়েফা। ভিনিসিয়াস, এমবাপে ছাড়াও অ্যান্টোনিও রুডিগার ও দাবি সেবায়োসের বিরুদ্ধে ‘অশালীন আচরণের’ অভিযোগে তদন্ত শুরু করেছে উয়েফা। অবশ্য ওই ম্যাচের পর অ্যাটলেটিকো সমর্থকরাও মাদ্রিদের ফুটবলারদের উদ্দেশ্যে বিভিন্ন জিনিস ছুড়ে মারে।

ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থার তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘রিয়াল মাদ্রিদের ফুটবলারদের অশালীন আচরণের অভিযোগে তদন্তের জন্য উয়েফা একজন পরিদর্শক নিয়োগ করেছে।’ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ আর্সেনাল। সেই ম্যাচের আগে উয়েফা চার ফুটবলারকে কোনও শাস্তি দেয় কি না, সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub