কিলিয়ান এমবাপে।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। মেসি-রোনাল্ডোর পর ফুটবল বিশ্বের সবচেয়ে বড় সুপারস্টার যে তিনিই, ২০২২ বিশ্বকাপের পর সেটা বোধহয় সেটা নতুন করে বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। কমবেশি সব ফুটবল বোদ্ধাই মনে করেন, সব ঠিক থাকলে আগামী এক দশক বিশ্ব ফুটবলে রাজত্ব করবেন ২৪ বছর বয়সি এই মহাতারকা। তাই তাঁকে নিয়ে ক্লাব ফুটবলেও বেনজির দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে।
আপাতত ফরাসি ক্লাব প্যারিস সাঁ জাঁ-তে (PSG) খেলছেন এমবাপে। যে ক্লাবে খেলতেন মেসি (Leo Messi), যে ক্লাবে খেলেন নেইমার। অর্থাৎ তিন মহাতারকা এক সঙ্গে। এই তিনজনের মধ্যেও এমবাপে নিজেকে আলাদা উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন। ক্লাবের পারফরম্যান্সের নিরিখে ছাপিয়ে গিয়েছেন মেসিকেও। ফ্রান্সে ২৬০ ম্যাচে গোল করেছেন ২১২টি। আবার রয়েছে ৯৮টি অ্যাসিস্ট। ২০২২-২৩ মরশুমে ৩৪টি লিগ ম্যাচে ২৯টি গোল করেছিলেন এমবাপে। সেদিক দিয়ে বলতে গেলে এমবাপে পিএসজির সম্পদ।
কিন্তু সেই ‘সম্পদ’ একেবারে বিনামূল্যে ক্লাব ছাড়তে চান। ২০২৪ সালের জুনেই এমবাপের চুক্তি শেষ হচ্ছে প্যারিস সাঁ জাঁ-র সঙ্গে। সব ঠিক থাকলে চুক্তি শেষ করে আগামী বছর রিয়াল মাদ্রিদে (Real Madrid) যোগ দেবেন তিনি। কথাবার্তাও একপ্রকার পাকা। এখন ব্যাপার হল, চুক্তির শেষে যদি এমবাপে ক্লাব ছাড়েন তাহলে এক টাকাও পাবে না পিএসজি। পিএসজি চাইছিল এই মরশুমেই এমবাপেকে বেঁচে দিতে। তাতে অন্তত ট্রান্সফার ফি হিসাবে কিছুটা টাকা তাদের ঘরে ঢুকত। কিন্তু তাতেও রাজি নন এমবাপে। তিনি চান মরশুম শেষ করে নিখরচায় রিয়াল মাদ্রিদে যোগ দিতে। তাতে দুটো লাভ তাঁর। এক, রিয়াল যেহেতু নিখরচায় তাঁকে পাচ্ছে, তাই তাঁকে মোটা বেতন দেওয়া হবে। দুই, পিএসজিতে টানা খেলার জন্য একটি বোনাসও পাবেন তিনি। যা কিনা চুক্তিতেই রয়েছে।
অর্থাৎ পিএসজির তাতে সবদিক দিয়েই লোকসান। সেই লোকসান এড়াতে ফ্রান্সের ক্লাবটি এবার নতুন ফন্দি এঁটেছে। এমন একটি চুক্তির প্রস্তাব এমবাপেকে দেওয়া হয়েছে যা এককথায় অবিশ্বাস্য। ফরাসি সংবাদমাধ্যম সূত্রের খবর, ফ্রান্সের ক্লাবটি এমবাপেকে ধরে রাখতে টানা ১০ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে তাঁকে। টাকার অঙ্কটাও অবিশ্বাস্য। প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ প্রায় লক্ষ কোটি টাকা। যা এর আগে কোনও ফুটবলার তো দূরের কথা, কোনও খেলাতেই কোনও তারকাকে দেওয়া হয়নি। এ হেন লক্ষ কোটির প্রস্তাব এমবাপে যদি গ্রহণ করেন, তাহলে ৩৪ বছর বয়স পর্যন্ত পিএসজিতেই থাকতে হবে তাঁকে। অর্থাৎ নিজের কেরিয়ারের সোনালি সময়টা তিনি দিয়ে যাবেন ফ্রান্সের ক্লাবটিকেই। এত দীর্ঘ চুক্তিও ফুটবল ইতিহাসে বিরল। সচরচাচর তিরিশের পর ফুটবলারদের রোজগার কমতে থাকে, এক্ষেত্রে সেটাও হচ্ছে না। যদিও এত লোভনীয় প্রস্তাবও এমবাপে গ্রহণ করবেন না বলেই খবর। শোনা যাচ্ছে, ক্লাবের এই প্রস্তাবও রিয়াল মাদ্রিদের জন্য ফেরাতে পারেন তরুণ মহাতারকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.