রিয়ালে শুরু হতে চলেছে এমবাপে যুগ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব জল্পনার অবসান। রিয়াল মাদ্রিদে (Real Madrid) শুরু হতে চলেছে কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) যুগ।রিয়ালের সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে সই করেছেন ফরাসি তারকা। রিয়াল এক বিবৃতিতে জানিয়েছে, ”আগামী পাঁচ মরশুমের জন্য এমবাপের সঙ্গে চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ।”
রিয়াল মাদ্রিদে যে এমবাপে আসতে চলেছেন, সেই দেওয়াললিখন অনেক আগেই পড়ে ফেলেছিলেন সবাই। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রিয়ালের সঙ্গে মৌখিকভাবে সম্মত হন এমবাপে। গত মাসে ফরাসি তারকা নিজেই জানিয়ে দেন, তিনি এই মরশুম শেষে পিএসজি ছাড়বেন।গত শনিবার চ্যাম্পিয়ন্স লিগ জেতে রিয়াল মাদ্রিদ। আর এদিন এমবাপের সঙ্গে চুক্তির খবরটি সরকারিভাবে জানাল মাদ্রিদের বিখ্যাত ক্লাব। ফ্রান্সের হয়ে ইউরোর প্রস্তুতি ম্যাচ খেলতে নামার আগেই রিয়াল জানিয়ে দিল এমবাপে তাদের ফুটবলার।
পিএসজির হয়ে ৬ বার লিগ ওয়ান জিতেছেন এমবাপে। ২০২০ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও খেলেছেন। কিন্তু কাপ ঘরে নিয়ে যেতে পারেননি। রাশিয়ায় বিশ্বকাপ জিতেছেন, কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপ নিয়ে যেতে পারেননি প্যারিসে। প্রায় সবই ছোঁয়া হয়ে গেলেও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি এমবাপে। সেই কারণেই কি রিয়ালে আসা? রিয়ালের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবেন এমবাপে? সময় এর উত্তর দেবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.