টিকিট প্রত্যাশীদের ভিড় ময়দানে।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ডুরান্ড ডার্বি। শেষ মুহূর্তের প্রস্তুতিতে তুলির টান দিচ্ছে দুপ্রধান। লড়াইটা যেমন দুপ্রধানের। তেমনই দুই স্প্যানিশ কোচেরও। মোহনবাগানের রিমোট কন্ট্রোল হোসে মোলিনার হাতে। কার্লেস কুয়াদ্রাতের হাতে ইস্টবেঙ্গল। ফলে দুই স্প্যানিশ কোচের মগজাস্ত্রের লড়াইও দেখা যাবে ডার্বিতে (Kolkata Derby)।
মোহন-ইস্টের ফুটবল-যুদ্ধকে ঘিরে ইতিমধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। শুক্রবারের ময়দান দেখেছে টিকিট প্রত্যাশীদের ভিড়। যে ভিড় কলকাতা ফুটবলের একান্তই ব্যক্তিগত টিপছাপ।
শুক্রবার অফলাইনে টিকিট দেওয়া হয়। দুই প্রধানের তাঁবুর সামনে চোখে পড়ে বিশালাকায় সর্পিল লাইন। ডার্বির উন্মাদনায় ফুটছেন দুদলের সমর্থকরা। দিনের শেষে টিকিট না পেয়ে হাহুতাশও করতে দেখা গিয়েছে কয়েকজন সমর্থককে।
ডুরান্ড কাপে এখনও পর্যন্ত মোহন-ইস্ট দুটি করে ম্যাচই জিতেছে। রবিবারের ম্যাচ গ্রুপে শীর্ষস্থানে পৌঁছনোর লড়াই। মোহনবাগানের নব্য বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে ছাড়াই অনুশীলন করছে সবুজ-মেরুন শিবির। অন্যদিকে ইস্টবেঙ্গলের অনুশীলনে সদ্য নেমেছেন আনোয়ার আলি। তাঁকে নিয়েও উচ্ছ্বাস ছিল দেখার মতো।
দুই প্রধানের লড়াইয়ের পারদ চড়তে শুরু করে দিয়েছে। ভোররাত থেকে বৃষ্টি মাথায় নিয়ে সমর্থকরা ভিড় জমিয়েছিলেন। টিকিট বিক্রি শুরু হতে খানিক দেরি হয় বলে অভিযোগও ওঠে। টিকিট হাতে না পেয়ে অনেকেই হতাশায় ফিরে গিয়েছেন। আবার বৃষ্টি মাথায় নিয়ে কাদা মাঠে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেও দেখা গিয়েছে দুই প্রধানের সমর্থকদের। যে ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়।
অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই টিকিট নিঃশেষিত বলে খবর। আবার কালোবাজারির অভিযোগও এসেছে। ডুরান্ড ডার্বিকে কেন্দ্র করে নতুন করে যেন জেগে উঠেছে কলকাতার ফুটবল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.