Advertisement
Advertisement

Breaking News

Kevin De Bruyne

ম্যাঞ্চেস্টার সিটি ছাড়তে চলেছেন ব্রুইন, রোনাল্ডোর মতো সৌদির পথেই পা বাড়াবেন?

২০১৫ সালে সিটিতে যোগ দিয়েছিলেন ব্রুইন।

Kevin De Bruyne is leaving Manchester City, will he follow the path to Saudi Arabia like Ronaldo?

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:April 4, 2025 6:43 pm
  • Updated:April 4, 2025 6:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনাটা অনেকদিন আগে থেকেই ছিল। গুঞ্জন উঠেছিল, তিনি নাকি ক্লাব ছাড়তে চলেছেন। আর এবার সেটা আর জল্পনা রইল না। ম্যাঞ্চেস্টার সিটি ছাড়তে চলেছেন কেভিন ডি ব্রুইন। শুক্রবার তিনি ঘোষণা করেছেন ক্লাব ছাড়ার কথা। 

২০১৫ সালে সিটিতে যোগ দিয়েছিলেন ব্রুইন। ইংল্যান্ডের এই ঐতিহ্যশালী ক্লাবের হয়ে ৬টি প্রিমিয়ার লিগ জিতেছেন তিনি। ৩৩ বছর বয়সি এই ফুটবলার গত কয়েক মরশুম ধরে চোট-আঘাতের সঙ্গে লড়াই করছিলেন।

Advertisement

ব্রুইন তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, মরশুম শেষ হলেই ক্লাব ছেড়ে চলে যাবেন তিনি। এই বেলজিয়ান ফুটবলার সিটি সমর্থকদের উদ্দেশ্যে লিখেছেন, ‘ম্যাঞ্চেস্টার সিটিতে এটাই আমার শেষ মাস। এই বিষয়ে কিছু লেখা সহজ বিষয় নয়। যেকোনও ফুটবলারের জীবনে এমন দিন আসেই। শেষপর্যন্ত দিনটি হাজির। এই শহর, এই ক্লাব, এই সমর্থকরা আমাকে সবকিছু দিয়েছে। তাই সবকিছু ফিরিয়ে দেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না।’

তাঁর সংযোজন, ‘আমরা সবকিছু জিতেছি। তবে বিদায় জানানোর সময় এসেছে এবার। আমার এই ১০ বছরের দীর্ঘ যাত্রার জন্য শহর, ক্লাব, কর্মী, সতীর্থ, বন্ধুবান্ধব, পরিবারকে ধন্যবাদ। প্রতিটি গল্পেরই শেষ হয়। আসুন, শেষের এই মুহূর্তগুলি উপভোগ করি।’

সিটির হয়ে তাঁর ১০ বছরের কেরিয়ারে ১৬টি ট্রফি জিতেছেন ব্রুইন। ম্যাঞ্চেস্টার সিটির হয়ে সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে ৪১৩টি ম্যাচে ১০৬টি গোল করেছেন। এখন প্রশ্ন হল, তাঁর পরবর্তী ঠিকানা কোথায় হতে চলেছে? অনেকের ধারণা তাঁকে হয়তো রোনাল্ডোর মতো সৌদি প্রো লিগে খেলতে দেখা যাবে। গত বছরে ওঠা গুঞ্জনের সময় এমন জল্পনা নিজেই উসকে দিয়েছিলেন ব্রুইন। ব্রুইন জানিয়েছিলেন, “আমার যা বয়স তাতে যেকোনও লিগে খেলতে পারি। তাই যেকোনও প্রস্তাব শুনতেই আমি রাজি।” এখন দেখার, নয়া ফুটবল মরশুমে তাঁর নতুন ঠিকানা কী হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement