Advertisement
Advertisement

Breaking News

‘আমার গল্প লেখা শেষ’, ফাইনালের পরদিনই বুট জোড়া তুলে রাখার ঘোষণা বেঞ্জেমার

বেনজিমা দেশের হয়ে খেলেছেন ৯৭টি ম্যাচ। গোল করেছেন ৩৭টি।

Karim Benzema announces retirement from International football । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:December 19, 2022 9:12 pm
  • Updated:December 19, 2022 9:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবাসরীয় ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া করে ফ্রান্স। আর তার পরদিনই করিম বেঞ্জেমা (Karim Benzema) জানিয়ে দিলেন বুট জোড়া তিনি তুলে রাখছেন। আন্তর্জাতিক ফুটবলে আর দেখা যাবে না ফরাসি তারকাকে।

বিশ্বকাপের শুরুতে এবং টুর্নামেন্ট চলাকালীন বেঞ্জেমাকে নিয়ে কম প্রশ্ন, কম বিতর্ক তৈরি হয়নি। ফাইনালের আগে ফরাসি কোচ দিদিয়ের দেশঁকে জিজ্ঞাসা করা হয়েছিল ফাইনালে ব্যালন ডি অর জয়ী ফুটবলার খেলবেন কি না। দেশঁ অবশ্য এর কোনও উত্তর দেননি। 

Advertisement

[আরও পড়ুন: গোল করে এমবাপেকে মুষ্টিবদ্ধ হাত দেখালেন মেসি, পালটা দিলেন ফরাসি তারকাও, ভিডিও ভাইরাল]

 

বিশ্বকাপ (World Cup) শুরু হওয়ার দিনকয়েক আগেই চোট পান করিম বেঞ্জেমা। তিনি ফরাসি শিবির ছেড়ে চলে যান। যদিও তাঁর অভাব অনুভূত হয়নি। ফরাসি শিবির ছাড়ার পরে বেঞ্জেমা অনুশীলন শুরু করেন বলেও খবর।
যদিও বেঞ্জেমার বিকল্প হিসেবে দলে কাউকে নেননি দেশঁ। তাঁর জায়গা ফাঁকাই ছিল স্কোয়াডে। রুদ্ধশ্বাস এক ফাইনালের পরে সোশ্যাল মিডিয়ায় বেঞ্জেমা নিজের ছবি পোস্ট করে লিখেছেন, ”আমি নিজের সেরাটা তুলে ধরার চেষ্টা করেছিলাম। ভুল হয়েছে অনেক। তার জন্যই আজ আমি এখানে। আমি গর্বিত। আমি আমার গল্প লেখা শেষ করে ফেলেছি, আমাদের গল্পও শেষ।”

দেশের জার্সিতে বেঞ্জেমা আর গল্প লিখবেন না। এটাই বোঝাতে চাইলেন তিনি। তাঁর গোলের সংখ্যা থেকে যাবে রেকর্ড বইয়ের পাতায়। ২০০৭ সালে ফ্রান্সের জার্সিতে অভিষেক হয়েছিল বেঞ্জেমার। ৩৫ বছরের দীঘল চেহারার বেঞ্জেমা দেশের হয়ে খেলেছেন ৯৭টি ম্যাচ। গোল রয়েছে ৩৭টি। নীল জার্সিতে তাঁকে আর দেখা যাবে না। 

 

 

[আরও পড়ুন: ফাইনালে গোল করলেন ডি মারিয়া, আট বছর আগের দুঃসহ স্মৃতি ভেসে গেল আনন্দের কান্নায়]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement