Advertisement
Advertisement

Breaking News

Cristiano Ronaldo

‌আরও একটি সাফল্য, চতুর্থবার এই অনন্য সম্মান পেলেন রোনাল্ডো

২০১৯ সালে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করায় এই খেতাব জিতেছেন তিনি।

Juventus Star Cristiano Ronaldo Wins IFFHS World’s Best International Top-Scorer Trophy | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:September 19, 2020 3:46 pm
  • Updated:September 19, 2020 3:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ আরও একটি পালক জুড়ল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) মুকুটে। ২০১৯ সালে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করার নজির গড়ে IIFHS ওয়ার্ল্ড বেস্ট ইন্টারন্যাশনাল টপ–স্কোরার ট্রফি জিতলেন তিনি। এই নিয়ে কেরিয়ারে চারবার এই খেতাবটি জিতলেন সিআর সেভেন। রিয়াল মাদ্রিদে (Real Madrid) থাকার সময় ২০১৬ এবং ২০১৭ সালে পরপর দু’‌বার এই ট্রফিটি জিতেছিলেন তিনি।

[আরও পড়ুন: আইপিএল ১৩: কারা নজর কাড়তে পারেন এবছর? চিনে নিন উদীয়মান ভারতীয় তারকাদের]

এর আগে চলতি মাসেই সুইডেনের (Sweden) বিরুদ্ধে জোড়া গোল করে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে শততম গোল করার নজির গড়েন রোনাল্ডো। এই মুহূর্তে সিআর সেভেনের আন্তর্জাতিক গোলসংখ্যা ১০১। ইউরোপের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে এই নজির তাঁর। সব মিলিয়ে গোটা বিশ্বে রোনাল্ডোর চেয়ে বেশি গোল করেছেন মাত্র একজন। তিনি হলেন ইরানের (Iran) আলি দায়েই (Ali Daei)। যাঁর দখলে আছে ১০৯টি গোল। ধারেকাছে নেই মারাদোনা, পেলের মতো কিংবদন্তিরা। এখনও সক্রিয় অর্থাৎ অবসর নেননি এমন তারকাদের মধ্যে ক্রিশ্চিয়ানোই সবচেয়ে বেশি গোলের মালিক। তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি (Leo Messi) অনেক পিছনে। তাঁর আন্তর্জাতিক গোলসংখ্যা ৭০। মেসির উপরেই রয়েছেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। আন্তর্জাতিক ফুটবলে ছেত্রীর গোলসংখ্যা ৭২।

Advertisement

২০০৩ সালে মাত্র ১৮ বছর বয়সে পর্তুগালের (Portugal) হয়ে অভিষেক হয় রোনাল্ডোর। ১৭ বছরের কেরিয়ারে জিতেছেন দুটি আন্তর্জাতিক ট্রফি। করেছেন সাতটি হ্যাটট্রিক। এবার পেরলেন ১০০’র গণ্ডি। তারপরই এল আন্তর্জাতিক এই পুরস্কার।

[আরও পড়ুন: ক্রিকেটের প্রতি জম্মু–কাশ্মীরের তরুণদের উৎসাহ জোগানোর লক্ষ্যে এগিয়ে এলেন রায়না]

এদিকে, বায়ার্ন মিউনিখের হয়ে কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে মাত্র ১৭ বছর ৯৮ দিন বয়সে গোল করার নজির গড়ল ইংল্যান্ডের ফুটবলার জামাল মুসিয়ালা। বুন্দেশলিগার ম্যাচে আরেক জার্মান ক্লাব শালকে–কে ৮–০ গোলে হারায় বায়ার্ন। ৭২ মিনিটে পরিবর্ত হিসেবে নেমে দলের অষ্টম এবং নিজের প্রথম গোলটি করে মুসিয়ালা। এরপর টুইট করে তাকে অভিনন্দনও জানায় ক্লাব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement