সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কে জড়াল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) ক্লাব জুভেন্তাসের (Juventus) নাম। ইটালির (Italy) বিখ্যাত ক্লাবটির বিরুদ্ধে উঠল বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ। পরিস্থিতি এমনটাই হয় যে, শেষমুহূর্তে টুইটে ক্ষমাও চায় জুভেন্তাস।
ঠিক কী ঘটেছিল? সম্প্রতি জুভেন্তাসের মহিলা দলের টুইটার হ্যান্ডেল থেকে একটি ছবি পোস্ট করা হয়। যেখানে ছিলেন সেসিলিয়া সালভাই। ট্রেনিংয়ের সময় তাঁরই একটি ছবি তোলা হয়। যেখানে সেসিলিয়ার মাথায় রয়েছে ট্রেনিংয়ের সময় ব্যবহৃত ‘কোন’। আর সেসিলয়া নিজের চোখদুটিকে দু’দিকে টেনে রয়েছেন। এরপরই এই নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। এই ছবির মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষদের উদ্দেশে বর্ণবিদ্বেষীমূলক মন্তব্য করা হয়েছে। এমনই অভিযোগ তুলতে থাকেন নেটিজেনরা।
জুভেন্তাসের এই পোস্টের পরই নেটিজেনরা একের পর এক টুইট করে ক্ষোভ প্রকাশ করতে থাকেন। শেষপর্যন্ত বিতর্ক থামাতে টুইটটি মুছে ফেলতে বাধ্য হয় জুভেন্তাস কর্তৃপক্ষ। এরপর টুইট করে ক্ষমাও চান তাঁরা। জুভেন্তাসের মহিলা দলের টুইটার হ্যান্ডেলে লেখেন, “আমাদের টুইটের জন্য আমরা ক্ষমা চাইছি। তবে এই নিয়ে কোনও বিতর্ক তৈরি হোক বা কোনওরকম বর্ণবিদ্বেষমূলক মন্তব্য আমরা করতে চাইনি। কাউকে আঘাত করারও উদ্দেশ্য আমাদের ছিল না। জুভেন্তাস ফুটবল ক্লাব যেকোনও রকম বর্ণবিদ্বেষ কিংবা বৈষম্যের বিরুদ্ধে।”
We sincerely apologise that our tweet, which was not meant to cause controversy or have any racial undertones, may have offended anyone. Juventus has always been against racism and discrimination. #DifferencesMakeTheDifference
— Juventus Women (@JuventusFCWomen) August 5, 2021
Racism is not a difference of opinion.
It’s not about whether it “may have offended anyone”.
It was racist.— Ahmed Ali (@MrAhmednurAli) August 5, 2021
what was this meant to cause then lmao pic.twitter.com/dkcTVmsnmk
— Bris Angel (@Cryptoterra) August 5, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.