ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি দলবদলের জল্পনায় ইতি টেনে প্যারিস সাঁ জাঁ-র জার্সি গায়ে চাপিয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। বিপুল অর্থে দু’বছরের জন্য প্যারিসের ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ আর্জেন্টাইন মহাতারকা। কিন্তু ফুটবল বিশ্বের আরেক মহারথীকে নিয়ে আলোচনা অব্যাহত। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। জুভেন্তাসের পর কোন ক্লাবে দেখা যাবে তাঁকে? প্রিমিয়ার লিগের ক্লাবে কামব্যাক করবেন তিনি? এসব গুঞ্জনের মধ্যেই এবার মুখ খুললেন খোদ সিআর সেভেন। আর এক পোস্টেই সমস্ত গুঞ্জনের মুখ বন্ধ করে দিলেন।
দলবদল নিয়ে এত সব আলোচনা যে তাঁর একেবারেই পছন্দ হচ্ছে না, তা স্পষ্ট জানিয়ে দেন পর্তুগিজ সুপারস্টার। তাঁর কথায়, জুভেন্তাসের সঙ্গে তাঁর আরও এক বছরের চুক্তি বাকি। আর এখন থেকেই তাঁর ক্লাব ছাড়া নিয়ে হাজারো জলঘোলা চলছে। যা অত্যন্ত অসম্মানজনক।
সম্প্রতি খোদ রোনাল্ডোর মা ইঙ্গিত দিয়েছিলেন, পুরনো ক্লাব স্পোর্টিং লিসবনে ফিরতে পারেন ছেলে। আবার নতুন করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Man U) জার্সি গায়ে চাপানোর গুঞ্জনও ওঠে। শুধু তাই না, মেসি PSG-তে নাম লেখানোর পর আবার এও শোনা গিয়েছে, এবার নাকি রোনাল্ডোকেও PSG আনার চেষ্টা চালাচ্ছেন ক্লাবকর্তারা। অর্থাৎ অভূতপূর্ব মেসি-রোনাল্ডো জুটির সাক্ষী হওয়ার সম্ভাবনার কথাও উসকে দেওয়া হয়েছিল। কিন্তু লাগাতার এই খবরে বেশ বিরক্ত সিআর সেভেন। আর সেই কারণেই এসবে জল ঢালতে নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন।
View this post on Instagram
লেখেন, “সকলেই জানে, আমি আমার কাজ কতটা মনোযোগের সঙ্গে করি। কেরিয়ারের শুরু থেকেই কথা কম, কাজ বেশিতে আমি বিশ্বাসী। কিন্তু সম্প্রতি আমার দলবদল নিয়ে যা শুরু হয়েছে, তা ক্লাব, ফুটবলার, স্টাফ- সকলের জন্যই অত্যন্ত নিন্দনীয় ও অসম্মানজনক। আমার ভবিষ্যৎ একেবারে মিডিয়ার দখলে চলে গিয়েছে। সমস্ত কিছু দেখেই আমি নীরবতা ভঙ্গ করলাম। আমার নাম নিয়ে এই খেলা আর ভাল লাগছে না। সবাইকে জানাতে চাই, নিজের খেলাতেই আমার ফোকাস। আর বাকি সবই শুধু কথার কথা।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.