Advertisement
Advertisement
Juan Izquierdo

হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পড়েছিলেন মাঠেই, মাত্র ২৭ বছর বয়সে মৃত্যু উরুগুয়ের ফুটবলারের

গত বৃহস্পতিবার ম্যাচ চলাকালীন মাঠেই লুটিয়ে পড়েছিলেন উরুগুয়ের ফুটবলার।

Juan Izquierdo, Uruguayan footballer, dies aged 27 after collapsing on pitch
Published by: Subhajit Mandal
  • Posted:August 28, 2024 11:26 am
  • Updated:August 28, 2024 1:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বৃহস্পতিবার সাও পাওলোর মরুম্বি স্টেডিয়ামে কোপা লিবারতাদোসের ম্যাচ চলাকালীন মাঠেই লুটিয়ে পড়েছিলেন উরুগুয়ের ফুটবলার হুয়ান ইখকিয়ার্দো (Juan Izquierdo)। ন্যাশিওনাল ক্লাবের ওই ফুটবলার খেলা চলাকালীন আক্রান্ত হন হৃদরোগে। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেদিনের পর থেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। সেই লড়াই শেষ হল। মাত্র ২৭ বছর বয়সেই মৃত্যু হল ইখকিয়ার্দোর।

খেলার মাঠে ক্রিশ্চিয়ান এরিকসনের এভাবে লুটিয়ে পড়া দেখেছে ফুটবল বিশ্ব। তারপর মৃত্যুমুখ থেকে তাঁর ফিরে আসাও দেখেছে। এরিকসন এখনও ক্লাব এবং দেশের হয়ে দাপিয়ে খেলছেন। ইখকিয়ার্দোর ক্ষেত্রেও হয়তো সেই ঘটনার পুনরাবৃত্তির আশা করছিলেন কেউ কেউ। কিন্তু তেমনটা হল না। প্রায় পাঁচদিন লড়াই করার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন এই উরুগুয়ের ফুটবলার।

Advertisement

[আরও পড়ুন: ধ্বংসের পথে পাক ক্রিকেট! বাংলাদেশের কাছে হারতেই ইমরান খানের নিশানায় পিসিবি কর্তারা]

ইখকিয়ার্দো গত বৃহস্পতিবার থেকে হাসপাতালে ভর্তি। রবিবার থেকে ছিলেন ভেন্টিলেশনে। সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯.৩৮ মিনিটে প্রয়াত হন হুয়ান ইখকিয়ার্দো। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে বিবৃতি দিয়েছে তাঁর ক্লাব ন্যাশিওনাল।

[আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে অনন্য কীর্তির পুরস্কার, রোনাল্ডোকে বিশেষ সম্মান দেবে উয়েফা]

দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ামক সংস্থা কনমেবলের তরফেও শোকপ্রকাশ করে একটি বার্তা দেওয়া হয়েছে। কনমেবলের প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডমিঙ্গেজও শোকপ্রকাশ করেছেন। উরুগুয়ে, ব্রাজিল, আর্জেন্টিনার ফুটবল সংস্থার তরফেও শোকপ্রকাশ করা হয়েছে। হুয়ান ইখকিয়ার্দোর সম্মানে উরুগুয়ের প্রথম ও দ্বিতীয় ডিভিশনের সব ম্যাচ বন্ধ রাখা হয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement