Advertisement
Advertisement
ব্যারেটো-মোহনবাগান

নস্ট্যালজিক মোহনবাগান, ‘অতিথি’ কোচ হিসেবে কাজ শুরু করলেন ব‌্যারেটো

সাতসকালে সবুজ তোতার জন্য ক্লাবে ভিড় জমিয়েছিলেন ভক্তরা।

Jose Ramirez Barreto works as Mohun Bagan intern coach
Published by: Sulaya Singha
  • Posted:November 4, 2019 3:32 pm
  • Updated:November 4, 2019 3:32 pm  

স্টাফ রিপোর্টার: একে একে পুরনো সব ছবি যেন চোখের সামনে ভেসে উঠছিল। তিনি যখন ফুটবলার ছিলেন, তখন তাঁকে ঘিরে সমর্থকরা যেমন পাগলামি করতেন, সেটাই যেন ফিরে এল সোমবার। মোহনবাগান তাঁবুর মূল ফটক থেকে ক্লাবের অভ‌্যন্তর। তারপর ক্লাব থেকে মাঠে ঢোকার পথ। সোমবার সকালে মোহনবাগান প্র‌্যাকটিসের পুরোটাই ব‌্যারেটোময়।

সাদা টি-শার্ট পরে এসেছিলেন ব‌্যারেটো। গাড়ি থেকে নেমে তাঁবুর মূল ফটকেও ঢুকতে পারলেন না। এক সমর্থক এগিয়ে গেলেন। পরিয়ে দিলেন মালা। তা নিয়েই ফটো সেশন। তারপর ব‌্যারেটো ঢুকলেন ক্লাবের ভিতর। সমর্থকরা তাঁর সঙ্গে তখন ছবি তুলতে ব‌্যস্ত। কোচের জার্সি পরে যখন মাঠে ঢুকছিলেন তখন আবার সেই পুরনো ছবি। স্টেডিয়াম থেকে ফুল বর্ষণ হল। ব‌্যারেটো মাথা নিচু করে প‌্যান্টের দড়ি বাঁধতে বাঁধতে মাঠে ঢুকলেন। গ‌্যালারি থেকে তখন স্লোগান ভেসে আসছে- ‘শীত, গ্রীষ্ম, বর্ষা, ব‌্যারেটোই ভরসা।’ পুরো পরিস্থিতি দেখলে তখন ভুল হতে পারে। মনে প্রশ্ন উঠতে পারে, সবুজ তোতা কি মাঠে কোচ হিসাবে প্র‌্যাকটিস করতে নামছেন না কি খেলোয়াড় ব‌্যারেটোর পুনর্জন্ম হল?

Advertisement

[আরও পড়ুন: ক্যারিবিয়ানদের হারিয়ে সিরিজে সমতায় ফিরল ভারত, এখনও চর্চায় হরমনপ্রীতের অবিশ্বাস্য ক্যাচ]

সোমবার থেকে কোচ ভিকুনার পাশে মোহনবাগান ফুটবলারদের কোচিং করানোর কথা ছিল ব‌্যারেটোর। সেই মতো আজ কাজ শুরু করে দিলেন তিনি। এখনও পর্যন্ত ঠিক আছে, পাঁচদিন ভিকুনার পাশে থেকে ফুটবলারদের কোচিং করাবেন তিনি। তারপর? সেই উত্তর দিলেন ভিকুনা নিজেই। বলে দিলেন, ‘‘ব‌্যারেটোর জন‌্য আমার ক্লাবের দরজা সবসময় খোলা। ওর যখন ইচ্ছা হবে এখানে চলে আসতে পারে। আমার কোনও সমস‌্যা নেই। ওর মতো কেউ পাশে থাকলে আমারই লাভ।’’

barreto

এতদিন পরে আবার ভালবাসার ক্লাবে। শুধু তাই নয়, মাঠেও নেমেছিলেন। ব‌্যারেটো তাই সাংবাদিক সম্মেলনও করলেন। একাধিক প্রশ্ন করা হলেও বিন্দুমাত্র বিরক্তির রেশটুকুও ছিল না উত্তরে। তাঁকে জিজ্ঞাসা করা হয়, এতদিন পরে পুরনো ক্লাবে নামার অনুভূতি। ব‌্যারেটো বলছিলেন, ‘‘বিশ্বাস করুন, খুব আবেগপ্রবণ হয়ে যাচ্ছিলাম। পুরনো কথা মনে পড়ে যাচ্ছিল। যখন ক্লাবের হয়ে খেলতাম তখনও সমর্থকদের থেকে প্রচুর ভালবাসা পেয়েছি। অবাক হচ্ছি এটা দেখে যে, এতদিন পর ক্লাবে ফিরলেও সেই ভালবাসা কমেনি। দারুণ লাগছে এই পরিবেশ।’’ এখানেই শেষ নয়। ব‌্যারেটো এরপর যোগ করলেন, ‘‘বিশ্বাস করবেন কি না জানি না, মনে হচ্ছে আবার যেন মোহনবাগানের হয়ে খেলতে নামছি। এক ধাক্কায় যেন অনেকটা পিছনে চলে গিয়েছি।’’

[আরও পড়ুন: পন্থের ভুলেই হারল ভারত! ধোনির ‘উত্তরসূরি’কে তুলোধোনা নেটিজেনদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement