Advertisement
Advertisement
ব্যারেটো

মোহনবাগান দিবসে মেলেনি আমন্ত্রণ, ফেসবুকে আক্ষেপ অভিমানী ব্যারেটোর

অপমানিত সবুজ তোতা!

Jose Ramirez Barreto did not get invited in Mohun Bagan day celebration
Published by: Subhajit Mandal
  • Posted:July 31, 2019 3:53 pm
  • Updated:July 31, 2019 3:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১১ বছর মোহনবাগানের হয়ে দাপিয়ে খেলেছেন।একক কৃতিত্বে জিতিয়ে এনেছেন বহু ম্যাচ। তিনি সবুজ-মেরুন সমর্থকদের চোখের মণি হোসে রামিরেজ ব্যারেটো। ‘শীত-গ্রীষ্ম-বর্ষা ব্যারেটোই ভরসা’, কিংবা ‘যার কেউ নেই, তাঁর ব্যারেটো আছে’, এইসব বুলি একসময় ময়দানের মোহন সমর্থকদের আপ্তবাক্য হয়ে দাঁড়িয়েছিল সেসময়। এহেন কিংবদন্তী ব্রাত্য থেকে গেলেন মোহনবাগান দিবসে। জাঁকজমক করে মোহনবাগান দিবস পালিত হলেও ‘সবুজ তোতা’কে আমন্ত্রণই জানানো হয়নি ক্লাবের তরফে। যা নিয়ে অভিমান আর গোপন করলেন না ব্যারেটো। সোশ্যাল মিডিয়ায় উগরে দিলেন ক্ষোভ।

[আরও পড়ুন: সাদার্ন-পিয়ারলেস ম্যাচ ঘিরে ধুন্ধুমার, হাতাহাতি দুই দলের সমর্থকদের]

মোহনবাগান দিবসের পর আটচল্লিশ ঘণ্টাও কাটেনি। তার মধ্যেই বিতর্ক সৃষ্টি হল এই অনুষ্ঠানকে ঘিরে। আমন্ত্রণ না পাওয়ায় ফেসবুকে নিজের ক্ষোভ, অভিমান উগরে দিয়েছেন ব্যারেটো। একটি পোস্টে তিনি লিখছেন, “আমার অবসরের পর মোহনবাগানের কোনও অনুষ্ঠানে সরকারিভাবে আমন্ত্রণ পাওয়ার প্রয়োজন বোধ করিনি। আমার শুধু খারাপ লাগল। ভাবলাম একবার আমার ইতিহাস ক্লাবকে মনে করিয়ে দিই। দুঃখ হয়, এটা ভেবেই যে এত কিছু ক্লাবকে দেওয়ার পরও আমার তেমন গুরুত্ব নেই।” ব্যারেটোর এই পোস্টের পরই নেটিজেনরা ক্লাব আধিকারিকদের কটাক্ষ করছেন। এ প্রসঙ্গে, ক্লাবের এক শীর্ষ কর্তা ভুল স্বীকার করে নিয়েছেন। দ্রুত ব্যারেটোর সঙ্গে যোগাযোগ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

আরও পড়ুন: ‘পশ্চিমবঙ্গে বসে ইস্টবেঙ্গলকে সমর্থন কেন?’ তথাগত রায়ের মন্তব্যে বিতর্কের ঝড় ময়দানে

অবসরের পরই কলকাতা ছেড়েছেন ব্যারেটো। তারপর থেকে সে অর্থে ক্লাবের কোনও অনুষ্ঠানেই তাঁকে দেখা যায় না। এই রীতির ব্যতিক্রম হয়নি এবারের মোহনবাগান দিবসেও। সোমবার ক্লাব তাঁবুতে জাঁকজমক করে আয়োজন করা হয় এবছরের মোহনবাগান দিবসের। রাজ্যের নেতামন্ত্রী থেকে শুরু করে অভিনয় জগতের তারকা, অনেকেই উপস্থিত ছিলেন ক্লাব তাঁবুতে। সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো মেগাস্টাররাও উপস্থিত ছিলেন। কিন্তু, এ হেন অনুষ্ঠানে ব্রাত্য থেকে গেলেন সবুজ-মেরুন সমর্থকদের প্রাণভ্রমরাই। যা মেনে নিতে পারছেন না সমর্থকদের একাংশও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement