Advertisement
Advertisement

Breaking News

Jose Barreto

পাখির চোখ আইএসএলে কোচিং, ১০ বছর পর রিলায়েন্স অ্যাকাডেমি ছাড়ছেন ব্যারেটো

জুন থেকে চুক্তি বিচ্ছিন্ন করতে চান ব্রাজিলিয়ান তারকা।

Jose Barreto to leave Reliance Academy after ten years

জোসে ব্যারেটো। ফাইল চিত্র

Published by: Arpan Das
  • Posted:March 24, 2025 11:17 am
  • Updated:March 24, 2025 11:17 am  

দুলাল দে: একদিন-দু’দিন নয়। রিলায়েন্স ফাউন্ডেশনের অ্যাকাডেমির সঙ্গে টানা ১০ বছরের সম্পর্কের নিষ্পত্তি হতে চলেছে জোসে ব্যারেটোর। ঠিক করে ফেলেছেন, অ্যাকাডেমির জুনিয়র ফুটবলারদের কোচিংয়ে আর নয়। এবার আইএসএল না হলে আই লিগের কোনও দলের কোচিংয়ে যুক্ত হবেন। কিন্তু কোথায়, কোন ক্লাবে যুক্ত হবেন ব্যারেটো? বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে কথা চললেও এখনও ঠিক করে উঠতে পারেননি ব্যারেটো।

খেলা ছাড়ার পর হাবাসের সহকারী হিসেবে ‘এটিকে’-র কোচ ছিলেন মোহনবাগানের প্রাণভোমরা ব্যারেটো। তবে সেই সম্পর্ক এক বছরের বেশি টেকেনি। এরপরেই রিলায়েন্স ফাউন্ডেশনে কোচ হিসেবে যুক্ত হন তিনি। পাশাপাশি করতে থাকেন একের পর এক কোচিং লাইসেন্স। রিলায়েন্স ফাউন্ডেশন অ্যাকাডেমির মাথায় রয়েছেন নেদারল্যান্ডসের কোচ মার্ক। তাঁর অধীনে ব্যারেটো রয়েছেন অনূর্ধ-১৭ দলের কোচিংয়ের দায়িত্বে। টানা দশ বছর ধরে মার্কের তত্বাবধানে রিলায়েন্সের অনূর্ধ-১৭ দলকে শুধু মুম্বইয়ের মাটিতেই প্রশিক্ষণ দেননি, বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় খেলতেও নিয়ে গিয়েছেন ব্যারেটো। ব্রাজিলে থাকতে বড় হয়েছেন গ্রেমিও ক্লাবে। যে ক্লাবের অ্যাকাডেমি পৃথিবী বিখ্যাত। ফলে অনেক আগের থেকেই দেখেছেন, আধুনিক মানের অ্যাকাডেমি ঠিক কী রকম হয়। নভি মুম্বইয়ে রিলায়েন্সের অ্যাকাডেমিও এরকম উন্নত আধুনিক মানের। ফলে সেই অ্যকাডেমিতে একজন দক্ষ কোচের সঙ্গে দশ বছর কোচিং করানোর পর ব্যারেটোর মনে হয়েছে, এইবার সময় এসেছে সিনিয়র দলে কোচিং করানোর। ভারতীয় ফুটবলে সিনিয়র দলের সঙ্গে কোচ হিসেবে যুক্ত হওয়ার জন্য যে ‘এ’ লাইসেন্স দরকার, সেটাও এতদিনে সম্পূর্ণ করে ফেলেছেন ব্রাজিলিয়ান তারকা। ইন্ডিয়ান সুপার লিগে কোনও দলের সহকারী কোচ হিসেবে যুক্ত হতে গেলে ‘এ’ লাইসেন্স আবশ্যিক। আই লিগের কোনও দলে কোচিং করাতে গেলে ‘এ’ লাইেসেন্স লাগবে। ফলে এবার সিনিয়র দলের কোচ হতে আর কোনও অনুবিধা নেই। পাশাপাশি ব্যারেটো এবার চাইছেন, ‘প্রো লাইসেন্স’ করে নিতে। যাতে ভবিষ্যতে আইএসএলের কোনও দলেরও চিফ কোচ হতে পারেন।

Advertisement

অ্যাকাডেমির কোচিং ছাড়ার আরও একটা কারণ রয়েছে ব্যারেটোর সামনে। লক্ষ্য যেহেতু প্রো লাইেসেন্স করা, তাই কোনও দলের কোচিংয়ের সঙ্গে যুক্ত না হলে প্রো লাইসেন্স করাতেও সমস্যা হবে। সবদিক বিবেচনা করেই, রিলায়েন্স কর্তৃপক্ষকে ব্যারেটো ইতিমধ্যে মৌখিকভাবে জানিয়ে দিয়েছেন, জুনের পর তিনি আর অ্যাকাডেমির কোচ হিসেবে থাকতে চান না। রিলায়েন্স চাইলে নতুন কাউকে কোচ হিসেবে নিযুক্ত করতে পারে। মে’তে দশ বছর পূর্ণ হবে রিলায়েন্সের সঙ্গে সম্পর্কের। এই দশ বছরে প্রতি বছরেই ব্যারেটোর সঙ্গে চুক্তি নবীকরণ করে রিলায়েন্স। এবারেও একইভাবে ব্যারেটোকে রেখে দেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে তারা। কিন্তু ব্রাজিলিয়ান তারকা এবার নিজেই ছাড়তে চাইছেন। কিন্তু এরপর কী করবেন তিনি? ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, ভারতীয় ফুটবলে ঠিকই কোচ হিসেবে কোনও না কোনও ক্লাবে যুক্ত হতে পারবেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement