Advertisement
Advertisement

Breaking News

Lionel Messi Barcelona PSG

ভবিষ্যৎ অনিশ্চিত মেসির, বার্সায় হয়তো আর ফেরা হবে না আর্জেন্টাইন তারকার

মেসির বাবা যা জানিয়েছেন, তাতে হৃদয় ভাঙতে পারে মেসি-ভক্তদের।

Jorge Messi recently dismissed a potential return to Barcelona for his son Lionel Messi । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:February 18, 2023 2:15 pm
  • Updated:February 18, 2023 2:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময়ে লিওনেল মেসি সম্পর্কে বলা হত, বন্যেরা বনে সুন্দর, মেসি বার্সায়। এই বার্সেলোনা আর লিওনেল মেসির রোম্যান্স প্রসঙ্গে বলা হত, এই বার্সা তাঁর যৌবনের তপোবন আর বার্ধক্যের বারাণসী। সেই বার্সায় কি আবার ফিরবেন লিও মেসি?

তাঁর বাবা হর্হে মেসি যা বলেছেন, তাতে হৃদয় ভাঙতে পারে বার্সার সমর্থকদের। বার্সেলোনার জার্সিতে মেসিকে হয়তো আর দেখা যাবে না। কারণ আর্জেন্টাইন মহানায়কের বাবা নিজেই জানিয়েছেন, বার্সায় ফেরা মনে হয় আর সম্ভব নয় মেসির পক্ষে। হর্হে মেসির বক্তব্য, ”আমার মনে হয় বার্সেলোনার হয়ে আর খেলা হবে না মেসির। আমরা লাপোর্তার সঙ্গে এখনও কথা বলিনি। প্রস্তাবও দেওয়া হয়নি।” 

Advertisement

[আরও পড়ুন: তুরস্কের ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছিল! প্রাণ হারালেন সেই ফুটবলার আতসু]

 

মেসি এখন প্যারিস সাঁ জাঁ-য় খেলছেন। তাঁর সঙ্গে সাঁ জাঁ-র চুক্তি নিয়ে কম কালি খরচ হয়নি। একসময়ে শোনা গিয়েছিল, মেসি আর প্যারিস সাঁ জাঁ-র চুক্তি হওয়া কেবল সময়ের অপেক্ষা। পরিস্থিতি এখন বদলে গিয়েছে। ফরাসি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পিএসজি ও মেসির চুক্তি নবীকরণের সম্ভাবনা অনেকটাই কম। আর পিএসজিতে না থাকলে মেসিকে দেখা যাবে কোথায়? মেসি-ভক্তরা ভেবেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক ফিরবেন বার্সেলোনায়। কিন্তু হর্হে মেসি যা বললেন, তাতে মন ভাঙছে মেসি ও বার্সেলোনা ভক্তদের। মেসি হয়তো আর বার্সেলোনায় ফিরবেন না। তাঁর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। 

[আরও পড়ুন: ৪০৪ রানে শেষ সৌরাষ্ট্রের প্রথম ইনিংস, দুই ওপেনারকে হারিয়ে চাপে বাংলা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement