Advertisement
Advertisement
Jordan Elsey

ইস্টবেঙ্গল শিবিরে বড় ধাক্কা, কয়েক মাসের জন্য ছিটকে গেলেন জর্ডন

ডুরান্ড কাপের ফাইনালে হাঁটুতে চোট পান ইস্টবেঙ্গলের এই ডিফেন্ডার।

Jordan Elsey's injury keep him out of action for next few months । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:September 4, 2023 8:27 pm
  • Updated:September 4, 2023 8:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড় ধাক্কা ইস্টবেঙ্গল শিবিরে। লাল-হলুদের ডিফেন্ডার জর্ডন এলসি ছিটকে গেলেন কয়েক মাসের জন্য। ডার্বিতে ইস্টবেঙ্গলের ডিফেন্স আগলানোর দায়িত্বে ছিলেন দীর্ঘদেহি জর্ডন। কিন্তু ৩৫ মিনিটে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় জর্ডন এলসিকে। 

তাঁর পরিবর্তে পারডো নামেন। ম্যাচের শেষে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতও বলেছিলেন, জর্ডনের চোট গুরুতর বলেই মনে হচ্ছে। সোমবার ক্লাবের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, বেশ কয়েকমাসের জন্য ছিটকে গেলেন জর্ডন এলসি।

Advertisement

[আরও পড়ুন: নেপালের বিরুদ্ধে পরের পর ক্যাচ মিস বিরাটদের, ‘পাকিস্তানের মতো হাল’, কটাক্ষ নেটিজেনদের]

ডুরান্ড কাপ শেষ। ইস্টবেঙ্গলের লক্ষ্য এখন আইএসএল। মেগা টুর্নামেন্ট শুরু হতে এখনও একটু সময় রয়েছে। তার আগে জর্ডনের চোট কিন্তু ভাবাচ্ছে লাল-হলুদ শিবিরকে। 

ডুরান্ড কাপের ফাইনালের ডার্বি ম্যাচের পরে কাদাপাড়া এবং তৎসংলগ্ন কয়েকটি অঞ্চলে আক্রান্ত হন ইস্টবেঙ্গল সমর্থকরা। আজ সোমবার সেই মর্মে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে সাংবাদিক বৈঠক ডাকা হয়। প্রতিটি ডার্বি ম্যাচের শেষে নির্দিষ্ট একটি অঞ্চলে সমর্থকদের আক্রান্ত হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেন লাল-হলুদ কর্তারা। সাংবাদিক বৈঠকে জানিয়ে দেওয়া হয়, খুব শীঘ্রই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে এব্যাপারে জানানো হবে।

এদিকে ইস্টবেঙ্গলের তরফে এদিনই জানিয়ে দেওয়া হয়, সমর্থক আক্রান্ত হওয়ার ঘটনায় তারা শীঘ্রই নালিশ জানাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে।  ডুরান্ড ডার্বির পরে কাদাপাড়া এবং তৎসংলগ্ন কয়েকটি অঞ্চলে আক্রান্ত হন ইস্টবেঙ্গল সমর্থকরা। আজ সোমবার সেই মর্মে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে সাংবাদিক বৈঠক ডাকা হয়। প্রতিটি ডার্বি ম্যাচের শেষে নির্দিষ্ট একটি অঞ্চলে সমর্থকদের আক্রান্ত হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেন লাল-হলুদ কর্তারা। সাংবাদিক বৈঠকে জানিয়ে দেওয়া হয়, খুব শীঘ্রই মমতা ও অরূপ বিশ্বাসকে এব্যাপারে জানানো হবে।

[আরও পড়ুন: ডালহৌসিকে হারিয়ে কলকাতা লিগের সুপার সিক্সে মহামেডান, প্রয়াত সমর্থককে জয় উৎসর্গ]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement