ফাইল ছবি।
স্টাফ রিপোর্টার: দল ইতিমধ্যেই একটা টুর্নামেন্ট খেলে ফেললেও চোটের জন্য এখনও পর্যন্ত একটা ম্যাচেও মাঠে নামতে পারেননি তিনি। তবে এই চোট কাটিয়ে আইএসএলের প্রথম ম্যাচ থেকেই মাঠে নামতে মরিয়া মোহনবাগানের অজি তারকা জেমি ম্যাকলারেন।
শনিবার মোহনবাগান দল অনুশীলনে নামার প্রায় আধঘন্টা আগে নিজেই অনুশীলনে নেমে গেলেন জেমি। একা অনুশীলন করলেন বেশ কিছুক্ষণ। তারপর দলের সঙ্গে মিনিট দশেক অনুশীলন করার পর রিহ্যাব করেন বাকি সময়। এদিনও গোটা দলকে ঘণ্টা দুয়েক অনুশীলন করালেন মোহনবাগান কোচ জোসে মোলিনা। সবুজ-মেরুন শিবিরের জন্য আশার খবর, ডুরান্ড ফাইনালে চোট পাওয়া আলবার্তো রডরিগেজ অনুশীলনে নেমে গিয়েছেন। যার ফলে কিছুটা চিন্তা কাটছে মোলিনার।
ডুরান্ডের ফাইনালে খেলতে গিয়ে চোট পান রডরিগেজ। প্রথমে মনে করা হয়েছিল, আইএসএলের প্রথম ম্যাচে কোনওভাবেই পাওয়া যাবে না তাঁকে। তবে রডরিগেজ অনুশীলনে যোগ দেওয়ায় প্রথম ম্যাচেই তাঁর খেলার সম্ভাবনা খানিকটা হলেও উজ্জ্বল হল। রডরিগেজকে না পাওয়া গেলে শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে ‘দুর্বল’ মোহনবাগান রক্ষণকে বেশ চাপে পড়তে হত।
এদিকে, রবিবার ঘরোয়া লিগে পুলিশ এসির বিরুদ্ধে নামছে মোহনবাগান। সুপার সিক্সের আশা আগেই শেষ হয়ে গিয়েছিল। ফলে ম্যাচটা স্রেফ নিয়মরক্ষার সবুজ-মেরুনের কাছে।
আজ কলকাতা লিগে
মোহনবাগান বনাম পুলিশ এসি
বারাকপুর, দুপুর ৩.০০
সরাসরি দেখা যাবে জি ২৪ ঘণ্টায়
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.