Advertisement
Advertisement
Europa League

ইউরোপীয় ফুটবলে নজির, ৩৪টি ম্যারাথন পেনাল্টি শটে শেষ হাসি আয়াক্সের

পেনাল্টি শুটআউটে আয়াক্স ম্যাচ জেতে ১৩–১২ গোলে।

It took Ajax 34 penalties to beat Panathinaikos 13-12 in a marathon shootout in Europa League

জয়ের পরে আয়াক্সের ফুটবলাররা।

Published by: Krishanu Mazumder
  • Posted:August 16, 2024 6:17 pm
  • Updated:August 16, 2024 6:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেনাল্টি শটের ‘ম্যারাথন’ দেখা গেল আয়াক্স ও পানাথিনাইকোসের ফুটবল ম্যাচে। টানা ৩৪টি শটের দীর্ঘ টাইব্রেকারে শেষ হাসি হাসে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স। ইউরোপীয় ফুটবলে দীর্ঘ পেনাল্টি শুটের তালিকায় নাম লিখিয়ে ফেলল এই ম্যাচ।
আয়াক্স ও পানাথিনাইকোসের মধ্যে ম্যাচটি ছিল ইউরোপা লিগের। যে জিতবে, সেই দলের জায়গা হবে প্লে অফে। সেখান থেকে টুর্নামেন্টের মূলপর্বে খেলবে সংশ্লিষ্ট দল। এমন পরিস্থিতিতে খেলতে নামে আয়াক্স ও পানাথিনাইকোস।
গত সপ্তাহেই অ্যাথেন্সে মুখোমুখি হয়েছিল দুদল। সেই ম্যাচে আয়াক্স জিতেছিল ১–০ গোলে। কিন্তু ঘরের মাঠে আয়াক্স হার মানে ০-১ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে খেলার ফলাফল ছিল ১-১।

[আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে অনিশ্চিত শামি! বাংলার হয়ে খেলতে পারেন রনজি ট্রফিতে]

পেনাল্টি শুট আউটে দুটো দলই একটি করে শট নষ্ট করায় ম্যাচ গড়ায় সাডেন ডেথে। এখানেই হয় নাটক। আয়াক্স গোল করলে, গ্রিসের ক্লাবও গোল করে। আয়াক্স শট নষ্ট করলে, পানাথিনাইকোসও গোল নষ্ট করে বসে। সাডেন ডেথ গড়ায় ১৭-তম রাউন্ড পর্যন্ত। শেষ পর্যন্ত পানাথিনাইকোসের টনি ভিলহেনা সাডেন ডেথ থেকে গোল করতে না পারলে আয়াক্সের হয়ে গোল করেন অ্যান্টন। শেষমেশ পেনাল্টি শুটআউটে আয়াক্স ম্যাচ জেতে ১৩–১২ গোলে।
ইউরোপিয়ান কোনও টুর্নামেন্টে এটিই দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। ২০২৩ সালের জুলাইয়ে ইউরোপা লিগে মাল্টার ক্লাব জিরা ১৪-১৩ গোলে হারিয়েছিল নর্দার্ন আয়ারল্যান্ডের ক্লাব গ্লেনটোরানকে।

Advertisement

[আরও পড়ুন: ‘ফোন কেড়ে নিয়েছিলেন প্রকাশ স্যর…’ প্রধানমন্ত্রীর কাছে স্বীকারোক্তি লক্ষ্য সেনের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement