Advertisement
Advertisement
Pritam Kotal

এবার ইস্টবেঙ্গলের পথে মোহনবাগানের ‘ঘরের ছেলে’ প্রীতম কোটাল! তুঙ্গে জল্পনা

ইস্টবেঙ্গল ইতিমধ্যেই আরেক প্রাক্তন মোহনবাগানি দেবজিত মজুমদারকে সই করানোর ব্যাপারে অনেকটা এগিয়ে গিয়েছে। 

ISL: Pritam Kotal may sign for East Bengal
Published by: Subhajit Mandal
  • Posted:April 28, 2024 12:27 pm
  • Updated:April 28, 2024 12:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি মোহনবাগানের ‘ঘরের ছেলে’। দীর্ঘদিন ক্লাবের অধিনায়কত্ব করেছেন। সেই প্রীতম কোটালকে সম্ভবত এবার দেখা যাবে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের জার্সিতে। সূত্রের খবর, আগামী মরশুমের জন্য প্রীতমকে সই করাতে ঝাঁপিয়েছে লাল-হলুদ শিবির। মোহনবাগানের প্রাক্তন অধিনায়কের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

প্রীতম একটা সময় মোহনবাগানের (Mohun Bagan) অবিচ্ছেদ্য অংশ ছিলেন। গত মরশুমের শুরুতে তিনি মোহনবাগান ছেড়ে যোগ দেন কেরালা ব্লাস্টার্সে। কোচ জুয়ান ফেরান্দো তাঁকে ছাঁটাই করেছেন, নাকি প্রীতম নিজেই ক্লাব ছাড়েন সেটা এখনও স্পষ্ট নয়। তবে মোহনবাগান ছাড়ার পর প্রীতমের (Pritam Kotal) কণ্ঠে একাধিকবার অভিমান ঝরে পড়েছে। সেই প্রীতমকেই আগামী মরশুমে দলে টানার চেষ্টা করছে ইস্টবেঙ্গল।

Advertisement

[আরও পড়ুন: আইপিএলে ফের টস বিভ্রাট! টসে হেরে এ কী করলেন রাহুল? দেখুন ভিডিও]

আসলে চলতি মরশুমে বারবার ইস্টবেঙ্গলের (East Bengal) রক্ষণের দুর্বলতা প্রকাশ্যে চলে এসেছে। ভালো বিদেশি স্টপার থাকলেও প্রথম সারির দেশি ডিফেন্ডারের অভাব ভুগিয়েছে লাল-হলুদকে। প্রীতম একই সঙ্গে সেন্টার ব্যাক এবং রাইট ব্যাক দুই পজিশনেই খেলতে পারেন। তাঁকে সই করাতে পারলে একসঙ্গে একাধিক সমস্যা মিটিয়ে ফেলতে পারবেন কোচ কার্লেস কুয়াদ্রাত। যদিও শেষ পর্যন্ত প্রীতমকে ইস্টবেঙ্গল সই করাতে পারবে কিনা সেটা স্পষ্ট নয়। গত মরশুমে কেরলের সঙ্গে ১+১ চুক্তি করেছিলেন প্রীতম। অর্থাৎ এক বছর খেলার পর আরেক বছর চুক্তি বাড়ানোর বিকল্প রয়েছে নির্ভরযোগ্য ওই ডিফেন্ডারের কাছে।

[আরও পড়ুন: দিল্লি ব্যাটারদের তাণ্ডব! তপ্ত দুপুরে মেজাজ হারিয়ে চিৎকার হার্দিকের, দেখুন ভিডিও]

সেই ‘অপশন’ ছেড়ে প্রীতম এখন নিজের শহরে ফিরতে চাইবেন কিনা সেটাই দেখার। তাছাড়া একটা সময় মোহনবাগান সমর্থকদের প্রিয়পাত্র প্রীতম লাল-হলুদ জার্সিতে খেলতে চাইবেন কিনা, সেটাও লাখ টাকার প্রশ্ন। উল্লেখ্য, ইস্টবেঙ্গল ইতিমধ্যেই আরেক প্রাক্তন মোহনবাগানি দেবজিত মজুমদারকে সই করানোর ব্যাপারে অনেকটা এগিয়ে গিয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement