Advertisement
Advertisement
MohunBagan vs Odisha FC

ওড়িশার কাছে আটকে গেল মোহনবাগান, লিগ টেবিলের শীর্ষে ওঠা হল না ফেরান্দোর

গোলশূন্যভাবে ম্যাচ শেষ হল।

ISL: Mohun Bagan vs Odisha FC match ended in goalless draw | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:December 15, 2022 9:22 pm
  • Updated:December 15, 2022 9:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোট, কার্ড- হাজারো সমস্যায় জর্জরিত ছিল মোহনবাগান (Mohun Bagan)। তবুও জয়ের ধারা অব্যাহত ছিল সবুজ-মেরুন ব্রিগেডের। ঘরের মাঠ হোক বা অ্যাওয়ে ম্যাচ, দাপট দেখিয়েছে জুয়ান ফেরান্দোর দলই। জয়ের হ্যাটট্রিক সেরে ওড়িশা এফসির মুখোমুখি হয়েছিল মোহনবাগান। কিন্তু ম্যাচে দাপট দেখিয়েও জিততে পারল না সবুজ মেরুন ব্রিগেড। গোলশূন্য ড্র করে ওড়িশার বিরুদ্ধে এক পয়েন্ট পেল মোহনবাগান। 

কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচ শুরু হতেই লাগাতার আক্রমণের রাস্তায় হাঁটে দুই দলই। ঘরের মাঠে সবুজ মেরুনের গোল লক্ষ্য করে প্রথম আক্রমণ শানায় ওড়িশা। ১৬ মিনিটের মাথায় প্রায় গোল করে ফেলেছিলেন কার্ড সমস্যা মিটিয়ে দলে ফেরা ব্রেন্ডন হ্যামিল। তবে গোলকিপার অমরিন্দর সিংয়ের হাতে তাঁর শট আটকে যায়। বারবার একে অপরের বক্সে উঠে গোল করার চেষ্টা করলেও সফল হতে পারেননি। তবে সংযুক্ত সময়ে সবুজ মেরুন ভক্তদের আতঙ্ক বাড়িয়ে দেয় একটি ফ্রি কিক। কিন্তু বারের উপর দিয়ে বল উড়ে যায়। গোলশূন্যভাবেই ম্যাচের প্রথমার্ধ শেষ হয়।

Advertisement

[আরও পড়ুন: মোলিনার সতীর্থ স্কালোনি, আইমারের ‘গুরু’ হাবাস, আর্জেন্টিনার সঙ্গে জড়িয়ে কলকাতার ফুটবলও]

হাফটাইমের পরেও আক্রমণের মেজাজ থেকে সরে আসেনি দুই দলের কেউই। ৭০ মিনিটে দুরন্ত গোল করেন ওড়িশার মরিসিয়ো। কিন্তু অফসাইডের জন্য গোল বাতিল করে দেন রেফারি। ৭৮ মিনিটে বুমোস আর হানামতেকে মাঠে নামান ফেরান্দো। আক্রমণের ধার বাড়লেও গোলমুখ খোলেনি। ক্লিন শিট বজায় রেখেই মাঠ ছাড়ল মোহনবাগান। লিগ টেবিলের তিন নম্বরেই রইল তারা। 

অ্যাওয়ে ম্যাচে ওড়িশাকে হারালেই আইএসএল (ISL 2022) পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে যাবে দল। এই মোটিভেশন নিয়েই মাঠে নেমেছিল মোহনবাগান (MohunBagan vs Odisha FC)। দলের সেরা বিদেশি ডিফেন্ডারকে বাদ দিয়েই ক্লিন শিট নিয়ে মাঠ ছেড়েছে দল, সেই কারণে ওড়িশার বিরুদ্ধে বেশ আত্মবিশ্বাসী ছিলেন ফেরান্দো। তবে লিগ টেবিলে মোহনবাগানের ঘাড়ে নিঃশ্বাস ফেলা ওড়িশাকে ঘরের মাঠে আটকে রাখা বেশ কঠিন ব্যাপার। কারণ চলতি টুর্নামেন্টে ঘরের মাঠে সব ম্যাচ জিতেছে তারা। সব মিলিয়ে হাড্ডাহাড্ডি ম্যাচ হবে বলেই ধরে নেওয়া গিয়েছিল। শেষ পর্যন্ত সেই জল্পনা সত্য়ি করে ওড়িশার কাছে আটকেই গেলেন বুমোসরা।

[আরও পড়ুন: প্রত্যাবর্তনের ম্যাচে ভেলকি কুলদীপের, প্রথম টেস্টে বেসামাল বাংলাদেশের ব্যাটিং]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement