সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন মরশুম শুরুর আগে তেকাঠির নিচে শক্তি বাড়াল মোহনবাগান। সবুজ-মেরুনে সই করলেন ভারতের হয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলা গোলরক্ষক ধীরজ সিং ( Dheeraj Singh)। গত দুই মরশুমে মোহনবাগানের হয়ে অনবদ্য খেলেছেন বিশাল কাইথ (Vishal Kaith)। তবে তাঁর পরিবর্ত হিসাবে নামী কেউ ছিলেন না। এই মরশুমে প্রথম একাদশে খেলার লড়াইয়ে বিশালকে টক্কর দেবেন ধীরজের প্রথম সারির গোলরক্ষক।
Homecoming 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/RRJfqX2FLK
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 24, 2024
ধীরজ প্রথম নজরে আসনে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে। দেশের মাটিতে আয়োজিত সেই বিশ্বকাপে প্রশংসিত হয় ফুটবল মহলে। পরে ইন্ডিয়ান অ্যারোজের (Indian Arrows) হয়ে আই লিগে খেলা শুরু করেন তিনি। আইএসএলে এর আগে এফসি গোয়া এবং কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলেছেন তিনি। গত তিন মরশুম এফসি গোয়াতে ছিলেন তিনি। ৩ মরশুমে গোয়ার হয়ে ৫৩টি ম্যাচ খেলেছেন তিনি।
ধীরজ একটা সময় সবুজ-মেরুন জার্সিতেও খেলেছেন। তবে সেবার বেশি সুযোগ না পাওয়ায় মোহনবাগান (Mohun Bagan) ছাড়েন। ফের সবুজ মেরুন জার্সি গায়ে চাপাবেন তিনি। আগামী মরশুমে বিশাল কাইথের ডেপুটি হিসাবে দেখা যাবে তাঁকে। ফলে অনেকটাই শক্তিশালী হল মোহনবাগানের গোলকিপিং বিভাগ।
চলতি মরশুমে তিন বিশ্বকাপারকে সই করিয়ে আক্রমণভাগকে শক্তিশালী করেছে মোহনবাগান। দিমি পেত্রাতস, জ্যাসন কামিন্স, জেমি ম্যাকলারেনদের নিয়ে আক্রমণভাগ শক্তিশালী হলেও রক্ষণ এবং গোলকিপিং বিভাগে চিন্তা ছিল। গোলকিপিংয়ের চিন্তা আপাতত মিটল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.