Advertisement
Advertisement
East Bengal ISL

ইস্টবেঙ্গলের লাইসেন্সিংয়ের সমস্যা মেটাতে আসরে ফেডারেশন! এএফসিকে চিঠি AIFF সচিবের

কয়েকদিনের মধ্যেই সরকারিভাবে ইস্টবেঙ্গলের আইএসএলে খেলার কথা ঘোষণা করা হতে পারে।

ISL in Bengali News : AIFF writes to AFC for East Bengal license | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 16, 2020 10:52 am
  • Updated:September 16, 2020 10:52 am  

দুলাল দে: আইএসএল খেলার জন্য লাইসেন্সিং সমস্যা মেটাতে এবার সাহায্য করতে নেমে পড়ল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। এদিনই ফেডারেশন সচিব কুশল দাস এএফসিকে চিঠি লিখে অনুরোধ করেন, ইস্টবেঙ্গলের লাইসেন্স ‘ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেড’ থেকে নতুন কোম্পানি ‘শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন’এর নামে করে দিতে। যাতে লাইসেন্স পেতে কোনও অসুবিধা না হয়। তবে তারপরেও একটা অসুবিধা থেকেই যাচ্ছে। আইএফএ-তে (IFA) ইস্টবেঙ্গল ক্লাবের রেজিষ্ট্রেশন রয়েছে, ‘ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব’ নামে। ফলে সবার আগে ইস্টবেঙ্গলকে চিঠি দিয়ে আইএফএ-কে জানাতে হবে, নাম পরিবর্তন হয়ে আইএফএতে ইস্টবেঙ্গল ক্লাবের রেজিষ্ট্রেশন হবে ‘শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন’ নামে। আইএফএতে নতুন কোম্পানির নামে রেজিষ্ট্রশন না হলে, এফএসডিএল, ফেডারেশন যতই চেষ্টা করুক না কেন, নতুন কোম্পানির নামে লাইসেন্স দিতে পারবে না এএফসি। ফলে আইএফএতে ক্লাবের নাম বদলের জন্য অনুমতি নিতে কিছুদিনের মধ্যেই কার্যকরী কমিটির মিটিং ডাকবে ইস্টবেঙ্গল (East Bengal)।

সোমবার রাতে ‘শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন’ নাম দিয়ে নতুন কোম্পানি থেকে বিড পেপার জমা দেওয়ার পরেই এদিন এফএসডিএল এবং ফেডারেশনে দ্রুত আলোচনা শুরু হয়ে যায়, কী ভাবে নতুন
কোম্পানির নামে লাইসেন্স করা যায়। এরপরেই এএফসিকে নতুন কোম্পানির নামে লাইসেন্স দিতে অনুরোধ করে কুশল দাস চিঠিতে লেখেন, “১৩ অক্টোবর পর্যন্ত এএফসির লাইসেন্সিংয়ের বিভিন্ন আপডেটের ব্যপারে শেষ দিন। এই করোনার সমস্যার মধ্যেও শ্রী সিমেন্টকে (Shree Cement) ইনভেস্টর হিসেবে পেয়ে গিয়েছে ইস্টবেঙ্গল। এই অবস্থায় ‘ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেড’ এর নাম বদলে নতুন কোম্পানি ‘শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন’-এর নামে লাইসেন্স না দিলে সমস্যায় পড়বে নতুন ইনভেস্টররা।”

Advertisement

[আরও পড়ুন: জল্পনার অবসান, নতুন নামে আইএসএলে খেলার জন্য আবেদন ইস্টবেঙ্গলের]

অনলাইনে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের বিড পেপার জমা পড়ার পর এফএসডিএল এখন অপেক্ষায় ১৭ সেপ্টেম্বর হার্ড কপি জমা পড়ার জন্য। তারপরেই সম্ভবত এফএসডিএলের পক্ষ থেকে ঘোষণা করা হবে,
‘এএফসির লাইসেন্সের শর্ত সাপেক্ষে ইস্টবেঙ্গলকে আইএসএলে নেওয়া হল।’ এসব করতে গিয়ে নিয়মকানুন ঘেঁটে দেখা যায়, স্থানীয় ফুটবল সংস্থায় যদি ‘শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন’ এর নামে রেজিষ্ট্রেশন না হয়, তাহলে এই মরশুমে কিছুতেই আইএসএল খেলা সম্ভব নয়। একে তো লাইসেন্সের সমস্যা। তার উপর আইএসএলের অন্যান্য দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার মতো দল গড়া সম্ভব হবে না। ফলে একটা সময় শ্রী সিমেন্টকে বলা হয়, সেরকম হলে এখন চুক্তি করে পরের মরশুম থেকে গুছিয়ে নিয়ে আইএসএলে শুরু করতে পারে।

[আরও পড়ুন: করোনার জেরে বাতিল AFC কাপ, আন্তর্জাতিক মঞ্চে কবে দেখা যাবে এটিকে-মোহনবাগানকে?]

কিন্তু শ্রী সিমেন্টের পক্ষ থেকে পরিস্কার জানিয়ে দেওয়া হয়, এই মরশুম থেকেই আইএসএলে খেলতে চায় তারা। এরপরেই আইএফএ-তে শ্রী সিমেন্টের নামে রেজিষ্ট্রেশনের জন্য কথা বলা হয় ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে।শ্রী সিমেন্টের পক্ষ থেকে জানানো হয়, জরুরি ভিত্তিতে মিটিং ডেকে আইএফএতে নাম পরিবর্তন না হলে, সমস্যা হবে আইএসএল খেলার জন্য। লাল–হলুদ কর্তারা ঠিক করেন, কিছুদিনের মধ্যেই ক্লাবের নাম
পরিবর্তনের জন্য মিটিং ডাকবেন কার্যকরী কমিটির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement